প্রতিনিধি মোহনপুর:- মোহনপুর বিধানসভার রাস্তার পাশে কোন প্রতিমা বা দেব দেবীর মূর্তি রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিলেন মন্ত্রী রতন লাল নাথ। অগত্যা যদি কেউ প্রতীমা নিরঞ্জন করতে না চান তাহলে নির্দিষ্ট একটি স্থান করে দেওয়া হবে। সেই স্থানে রাখতে হবে প্রতিমা গুলোকে।
দিনের পর দিন হিন্দু দেবদেবীদের পূজা শেষে ফেলে রাখা হয় রাস্তার পাশে বা গাছের নিচে। এই বিষয়ে এবার প্রতিবাদের সরব হল মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। তিনি মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্তকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার কথা বলেছেন। মন্ত্রী বলেন মোহনপুরের এসডিএম অফিস থেকে তারাপুর চৌমুহনি, বাইপাস রোড, সহ বিভিন্ন প্রধান সরকার পাশে যাতে কেউ মূর্তি না রাখে সে বিষয়ে প্রচার করার জন্য। পাশাপাশি যদি কারোর প্রতীমা নিরঞ্জনের ক্ষেত্রে কোন ধরনের আপত্তি থাকে সেক্ষেত্রে একটি নির্দিষ্ট স্থান ঠিক করে দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ওই স্থানেই এলাকার সমস্ত মূর্তি রাখতে হবে। তিনি মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন মোহনপুর পুর পরিষদ এবং পঞ্চায়েত এলাকাতে এই বিষয়ে প্রচার করার জন্য। ইতিমধ্যেই মোহনপুর পুর পরিষদ বিভিন্ন রাস্তার পাশে রেখে যাওয়া প্রতীমা গুলো উঠিয়ে বিসর্জন করার উদ্যোগ নিয়েছে। সচেতন মহলের দাবি এই উদ্যোগ মোহনপুর বিধানসভাতে সীমাবদ্ধ না রেখে সিমনা বামুটিয়া বিধানসভা এলাকাতেও বাস্তবায়ন করার জন্য।
রাস্তার পাশে মূর্তি রাখা বন্ধে উদ্যোগ নিলেন মন্ত্রী রতন লাল নাথ
58
previous post