প্রতিনিধি, গন্ডাছড়া ২৯ অক্টোবর:- ত্রিপুরা নাথ যোগী ফোরাম ধলাই জেলা কমিটির উদ্যোগে সোমবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন কমলপুর মহকুমার পূর্ব ডলুছড়া অঙ্গনওয়ারী সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে মূলত রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিতের ধলাই জেলা সম্মেলনের প্রস্তুতি বিষয়ক আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা নাথ যোগী ফোরাম ধলাই জেলা কমিটির সভাপতি কুমুদ নাথ ভৌমিক, কোষাধ্যক্ষ নিখিল দেবনাথ, ফোরামের স্টেট অ্যাডভাইজারি কমিটির সদস্য বিমল দেবনাথ, সদস্য অশোক দেবনাথ প্রমুখ। সেখানে রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিতদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় আগামী ১৭ নভেম্বর পূর্ব ডলুছড়া পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে একদিনের রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিতের ধলাই জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন সম্মেলনকে সামনে রেখে ১৫ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয় ফোরামের জেলা সভাপতি কুমুদ নাথ ভৌমিক এবং আহ্বায়ক করা হয়েছে রাকেশ দেবনাথ’কে। এদিন ত্রিপুরা নাথ যোগী ফোরাম ধলাই জেলা কমিটির পক্ষ থেকে জেলার সমস্ত নাথ সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান রাখা হয়েছে সম্মেলনে উপস্থিত থেকে সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করার।
রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিতের ধলাই জেলা সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত
36