প্রতিনিধি কৈলাসহর:-কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে আজ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রেষ্ঠ আশা কর্মী ও আশা ফ্যাসিলেটরদের সম্মাননা প্রদান করা হয়।এই অনুষ্ঠানে ৫ জন শ্রেষ্ঠ আশা কর্মী এবং ৩ জন শ্রেষ্ঠ আশা ফ্যাসিলেটর কে পুরস্কৃত করা হয়।তাদের কাজের প্রতি সম্মান জানিয়ে তাদের হাতে তিন হাজার টাকার চেক ও সম্মাননা তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শীর্ষেন্দু চাকমা,জেলা নোডাল অফিসার ডক্টর অয়ন রায়,কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় এবং অন্যান্যরা।জেলা নোডাল অফিসার ডক্টর অয়ন রায় তার বক্তব্যে আশা কর্মী ও আশা ফ্যাসিলেটরদের ত্যাগ ও নিরলস পরিশ্রমের প্রশংসা করেন।তিনি বলেন,আশা কর্মীরা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন এনে দিয়েছেন।তাদের পরিশ্রমের কারণে স্বাস্থ্য পরিষেবা আজ সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌঁছে যাচ্ছে।তবে তাদের কাজের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত সাম্মানিক যথেষ্ট নয়।আগামি দিনে তাদের সাম্মানিক অর্থের পরিমাণ বৃদ্ধি করার দাবি জানান তিনি।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পুরস্কার প্রদান পর্ব।গোটা ঊনকোটি জেলার মধ্য থেকে বিভিন্ন প্যারামিটার অনুযায়ী নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ আশা কর্মী এবং ৩ জন শ্রেষ্ঠ আশা ফ্যাসিলেটরকে মঞ্চে ডেকে পুরস্কৃত করা হয়।মঞ্চে উপস্থিত অতিথিবর্গ তাদের হাতে চেক ও সম্মাননা তুলে দেন।পুরস্কৃত আশা কর্মীরা তাদের অভিজ্ঞতা ও কাজের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।তারা জানান প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে গিয়ে অনেক সময়-ই আর্থিক ও মানষিক চাপের মুখোমুখি হতে হয়। তবুও তারা তাদের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
আশা কর্মীদের সংবর্ধনা জ্ঞাপনে বর্ণময় অনুষ্ঠান
42
previous post