49
প্রতিনিধি কৈলাসহর:-ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা কৈলাসহরের মূর্তিছড়া গ্ৰাম থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের সময় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ।
সীমান্ত রক্ষী বাহিনী গ্ৰেপ্তার কারীদের তুলে দেয় কৈলাসহর থানার হাতে।কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী এবিষয়ে জানান,নয় মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং চেন্নাইয়ে কাজ শেষে বাড়ি ফিরছিল।আটককৃতদের নাম রাহানুর রহমান,জাহিদ আহমেদ ও রুমন আহমেদ। বিএসএফ তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দালাল চক্রের সূত্র বের করতে পুলিশ খতিয়ে দেখছে।