প্রতিনিধি কৈলাসহর:-এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের অঙ্গীকার এবং নেশা মুক্ত ত্রিপুরা গঠন ও রাষ্ট্রবাদী চেতনায় নতুন ত্রিপুরা নির্মাণের লক্ষ্যে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে গত কয়েকদিন পূর্বে সাব্রুম মহকুমা থেকে শুরু হয়েছে নমো বাইক রেলি।দলের তরফে আয়োজিত এই বাইক রেলি রাজ্যের প্রতিটি জেলা পরিক্রমা করে জেলা সদরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মিলিত হচ্ছে।সেই মোতাবেক আজ ২৫শে নভেম্বর ঊনকোটি জেলার সবগুলো বিধানসভা কেন্দ্রে বাইক রেলি অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল উত্তর জেলায় পৌছবে এই রেলী।বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত নমো যাত্রার বাইক রেলি ষষ্ঠ দিনের যাত্রায় দক্ষিণ ত্রিপুরা থেকে ঊনকোটি জেলায় এসে পৌঁছেছে।সোমবার এই রেলি ফটিকরায়,চন্ডিপুর ও কৈলাসহর এবং পাবিয়াছড়া পরিক্রমা করেছে।এই রেলিতে নেতৃত্ব দেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব,যুব মোর্চার মুখপাত্র অম্লান মুখার্জি এবং যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা বিধায়ক শম্ভুলাল চাকমা ও যুব মোর্চার ঊনকোটি জেলা সভাপতি অরুপ ধর সহ অসংখ্য যুব কর্মীরা অংশগ্রহণ করেন।এছাড়া ফটিকরায় মন্ডল যুব মোর্চার সভাপতি প্রীতম বিশ্বাস,ঊনকোটি জেলার যুব মোর্চার সভাপতি অরূপ ধর এবং জেলা বিজেপি সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ সহ দলের অন্যান্য যুব নেতারা রেলিতে অংশ নেন।বাইক রেলিটি ধলাই জেলার লংতরাইভ্যালির ৮২ মাইল কালী মন্দির থেকে ঊনকোটি জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।ফটিকরায় পৌঁছার পর এই রেলী চন্ডিপুর হয়ে কৈলাসহর পরিক্রমা করেছে।সোমবার সন্ধ্যায় বাইক রেলিটি পাবিয়াছড়া মন্ডলে পৌঁছে সেখানে রাত্রিযাপন করবে বলে জানা যায়।মঙ্গলবার সকালে রেলিটি উত্তর জেলার উদ্দেশ্যে রওনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।নমো যাত্রার এই উদ্যোগকে কেন্দ্র করে যুব সমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুব সমাজের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং দলের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সারা রাজ্যের যুব মোর্চার কর্মীদেরকে একত্রিত করা এবং সংগঠনকে আরো শক্তিশালী করে যুব মোর্চার কর্মীদেরকে উজ্জীবিত করাই হচ্ছে এই রেলীর মূল উদ্দেশ্য।
39
previous post