প্রতিনিধি কৈলাসহর:-এক ব্যক্তির সাথে দুটি পাসপোর্ট থাকার কারণে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কৈলাসহর থানার পুলিশ।কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, গতকাল রাত্রিবেলা কৈলাসহর আই সি পি তে বাংলাদেশ থেকে পাসপোর্ট এর মাধ্যমে আসে এক ব্যক্তি।তখন তাকে তল্লাশি চালানো হয় এবং তার কাছে দুটি পাসপোর্ট পাওয়া যায় একটি বাংলাদেশের এবং একটি ভারতের।একজন ব্যক্তির কাছে একটি পাসপোর্ট থাকতে পারে।কিন্তু সম্পূর্ণ বেআইনিভাবে সে দুটি পাসপোর্ট সঙ্গে নিয়ে এসেছে। যার কারণে আই সি পি ইনচার্জ হাবিলদার নিরঞ্জন মজুমদার ওই ব্যক্তির বিরুদ্ধে কৈলাশহর থানায় গতকাল রাত্রিবেলা একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং পুলিশ অভিযোগ মূলে তাকে গ্রেপ্তার করে মামলাটি নথিভুক্ত করেছে।মামলা নম্বর ১১২/২০২৪ রিপন দাস (৩৪) পিতা মৃত হরকুমার দাস বাড়ি উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত অগ্নিপাশা এলাকায়।সোমবার দুপুরে তাকে কৈলাসহর থানা থেকে কৈলাসহর জেলা দায়রা আদালতে প্রেরণ করা হয়েছে।তবে রিপন দাসের নামে দুটি পাসপোর্ট তৈরি হল কিভাবে সেই বিষয়েও তদন্ত শুরু করেছে কৈলাশহর থানার পুলিশ।
51
previous post
লালসিংমুড়ায় ১০ ম শিশু উৎসব উদ্বোধনে দীপা কর্মকার
next post