43
- প্রতিনিধি, উদয়পুর :- নিত্য দিনের গাড়ি দুর্ঘটনা বেড়ে চলছে উদয়পুর মহকুমা জুড়ে । রবিবার দুপুর তিনটা নাগাদ উদয়পুর মহকুমার অন্তর্গত জামজুরি বনদপ্তরের অফিস সংলগ্ন কাকরাবন সড়কে দুর্ঘটনার কবলে পড়ে মারুতি গাড়ি চালক । গাড়ির মালিক দুর্জয় রাম দেববর্মা নিজ গাড়ি টিআর ০৩ এইচ ০৭৮০ নাম্বারের গাড়ি নিয়ে উদয়পুরে নিজের স্ত্রীকে ডাক্তার দেখিয়ে কাকরাবন নিজ বাড়িতে যাওয়ার পথে একটি দ্বিচক্র যানকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মারুতি গাড়ি। এর ফলে গাড়ির মালিক ও তার সহধর্মিনী বুকে ও পায়ে আঘাত পেয়েছে বলে জানান গাড়ির মালিক দুর্জয় । পরে পথ চলতি অন্যান্য গাড়ি চালকরা উদয়পুর দমকল দপ্তরে দুর্ঘটনার খবর দেয় । দমকল বাহিনী দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের কে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য । যেভাবে উদয়পুরে প্রতিদিন গাড়ি দুর্ঘটনা ঘটে চলেছে তাতে করে পথ চলতি সাধারণ মানুষ একপ্রকার নিজেদের প্রাণ হাতে নিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে বলে অভিমত ব্যক্ত করে নিজেদের মধ্যে।