প্রতিনিধি, বিশালগড় , ২৪ নভেম্বর।। মধুপুর স্কুল মাঠে আয়োজিত কসবেশ্বরী নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন জম্পুইজলা প্লে সেন্টার। এক ঝাঁক বিদেশি খেলোয়াড় মাঠে নামিয়েও রানার্স ট্রফিতে সন্তুষ্ট থাকতে হয় বক্সনগর এর ব্রাদার্স ইউনাইটেডকে । রবিবার বিকালে মধুপুর স্কুল মাঠে আয়োজিত টানটান উত্তেজনা পূর্ণ ফাইনাল ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে উভয় দল একটি করে গোল করে। লড়াই হয়েছে একেবারে হাড্ডাহাড্ডি। জম্পুইজলার স্থানীয় খেলোয়াড়েরা দারুণ খেলে। বক্সনগরের খেলোয়াড়েরা প্রতিপক্ষের পায়ে আঘাত করতে বেশি ব্যস্ত ছিল। খেলায় জম্পুইজলার বেশ কয়েকজন খেলোয়াড় আঘাত পেয়েছেন। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাই ব্রেকারে। টাই ব্রেকারে এক গোলে জয়লাভ করে জম্পুইজলা প্লে সেন্টার। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, বিধায়ক অন্তরা সরকার দেব, মীনা সরকার, তফাজ্জল হোসেন, জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক, মহকুমা শাসক দেবযানী চৌধুরী প্রমুখ। অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে সুবিশাল ট্রফি এবং মোটরসাইকেলের চাবি তুলে দেন। ক্রীড়া মন্ত্রী টিংকু রায় ভাষণে যুব সমাজকে খেলার মাঠে সময় দেওয়ার আহবান জানান। একমাত্র খেলাধুলা শরীর এবং মন সুস্থ রাখতে পারে। তিনি বলেন সরকার খেলাধুলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নতুন মাঠ সহ খেলার পরিকাঠামো উন্নয়ন করছে। বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ হচ্ছে। উল্লেখ্য এ বছর প্রথমবারের মতো কসবেশ্বরী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে স্থানীয় বিধায়ক অন্তরা সরকার দেব। মোট ১২ টি দল অংশ নিয়েছিলেন। রবিবার ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় জমান কয়েক হাজার ফুটবল প্রেমী। প্রতি বছর এই টুর্নামেন্ট হবে বলে জানান বিধায়ক অন্তরা সরকার দেব।
32
previous post
প্রেস দিবস উপলক্ষে চড়িলামে সাংবাদিক সংবর্ধনা
next post