35
- প্রতিনিধি, বিশালগড়, ২৪ নভেম্বর।। জাতীয় প্রেস দিবস উপলক্ষে বিশালগড় মহকুমার কর্মরত সাংবাদিকদের সংবর্ধনা জ্ঞাপন করেন তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল যীষ্ণু দেববর্মন এর পুত্র প্রতীক কিশোর দেববর্মন। শনিবার বিকালে সিপাহীজলা ট্রেনিং সেন্টার মাঠে মতবিনিময় এবং সংবর্ধনা সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাজ্যপাল যীষ্ণু দেববর্মনের পুত্র প্রতীক কিশোর দেব বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রাজকুমার দেবনাথ, বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম সহ সিনিয়র সাংবাদিক কৃষ্ণ পাল, সমীর ভৌমিক, খোকন ঘোষ, মান্নান হক, জীবন সাহা, অজয় পাল, আশীষ মিয়া সহ মহকুমার প্রায় কুড়ি জন সাংবাদিক। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন প্রতীক কিশোর দেববর্মন। শেষে সাংবাদিকদের গলায় উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সবশেষে সমবেত ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।