প্রতিনিধি, উদয়পুর :- উদয়পুরের রাজন্য আমলের জগন্নাথ দীঘি ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তর থেকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে । যার উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । গত আগস্ট মাসে ঘটে গিয়েছে এক ভয়াবহ বন্যা । তাতে করে নদীর জল প্রবেশ করে জগন্নাথ দিঘীতে । একদিকে ভারী বর্ষা অন্যদিকে বন্যা তার কারণে দিঘির জল যখন বাড়তে থাকে সেই সাথে নদী থেকে আসতে থাকে বিভিন্ন আবর্জনা ও কচুরিপানা । ধীরে ধীরে গত তিন মাসের মধ্যে গোটা দীঘিতে কচুরিপানা বংশবিস্তার করতে থাকে। আগাছা সম্পূর্ণভাবে ঘিরে ফেলে গোটা দিঘির চারপাড় । এর ফলে জঙ্গলে পরিণত হয় গোটা জগন্নাথ দিঘী। দীঘির জলে বাড়তে থাকে দূষণ। এই ঘটনা উদয়পুর পৌরপরিষদের নজরে আসতেই পৌরপরিষদ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় গোটা দিঘীকে সংস্কার করা হবে । ইতিমধ্যেই ১১ জন শ্রমিক দিয়ে কাজ শুরু হয়েছে গত ১৪ দিন ধরে কাজ করে দিঘীকে সংস্কার করে তোলা হয় । রবিবার ছিল দিঘী সাফাইয়ের সমাপ্তি দিন। রবিবার দুপুরে পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার পুরপরিষদের কর্মীদেরকে সাথে নিয়ে গোটা দিঘী ঘুরে দেখেন এবং কাজের গুণগতমান সঠিক রয়েছে কিনা এই বিষয়ে কথা বলেন শ্রমিকদের সাথে। বর্তমানে গোটা দিঘী সংস্কার করে তোলা হয়েছে এবং ঝাঁ চকচকে হয়ে উঠেছে গোটা দিঘির জল । পৌর চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান , জগন্নাথদিঘী পার্কের ভেতরে যে সকল পানীয় জলের ট্যাপগুলি নষ্ট হয়ে পড়েছে সেই গুলিকে ইতিমধ্যেই সংস্কার করা হবে এবং ফুলের বাগানগুলি আরো সুসজ্জিত করা হবে বলে তিনি জানিয়েছেন সাংবাদিকদের। পুরপরিষদ থেকে জগন্নাথ দিঘীর জল এবং গোটা দিঘির পার্কে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে তাতে করে শহরের সৌন্দর্য যেন আরো বেড়ে গিয়েছে মনে করছে পরিবেশপ্রেমী মানুষজন।
34
previous post