প্রতিনিধি, উদয়পুর :-গোমতী ত্রিপুরা অটো রিস্কা মজদুর সংঘ টাউন সার্ভিস শাখা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার দুপুর একটায় উদয়পুর সৈকত বিয়ে বাড়িতে । মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে সাধারণ সভার শুভ সূচনা করেন বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক । এছাড়া ছিলেন , অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বি এম এস এর জেলা সভাপতি দ্বিগবিজয় ভাওয়াল , প্রাক্তন সভাপতি গৌতম দাস ও গোমতী ত্রিপুরা অটো রিস্কা মজদুর সংঘের সভাপতি মুকতুল হোসেন , সম্পাদক প্রদীপ মজুমদার সহ প্রমুখ । এদিনের সাধারণ সভায় ভাষণ রাখতে গিয়ে বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক বলেন , শ্রমিক সংগঠন হলো একটি সরকারের চালিকা শক্তি । একদিকে প্রতিদিন হাজার হাজার যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া আবার সাংগঠনিকভাবে সরকারের বিভিন্ন কাজকর্ম গুলিকে প্রচারের আলোতে নিয়ে আসা একমাত্র শ্রমিকদের দ্বারাই সম্ভব। বিভিন্ন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শ্রমিক সংগঠন সবসময় কাজ করে চলে। বর্তমান সরকার শ্রমিকদের জন্য নানা প্রকল্প চালু করেছে রাজ্যে। এই দিন শ্রী ভৌমিক বলেন , বিগত দিনে বামেরা শ্রমিকদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতো মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য । কিন্তু বর্তমানে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে কখনো এবং কোনোভাবেই এই ধরনের চাপ সৃষ্টি হয় না শ্রমিকদের উপর। কিন্তু বর্তমানে শ্রমিকদেরকে সাথে নিয়ে কাজ করে চলেছে ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলা যা খুবই প্রশংসার যোগ্য বলে তিনি দাবি করেন । এদিন সাধারণ সভাকে কেন্দ্র করে অটো শ্রমিকদের উপস্থিতির হার ছিল সারা জাগানো ।
55
previous post