প্রতিনিধি, উদয়পুর :- উদয়পুর শহর ছাড়িয়ে এবার গ্রামীণ এলাকায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতিনিয়ত হচ্ছে চুরি । এবার জামজুরি গাংফিরা এস.এম.বি ইট ভাট্টায় এক দুঃসাহসিক চুরি সংগঠিত করে চোরের দল । চুরির ঘটনার বিবরণ জানাতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ইটভাট্টার গাড়ি চালক বাপন দাস জানান , এস এম বি ভাট্টার মালিক বিপ্লব কুমার ঘোষের ইট ভাট্টায় দুঃসাহসিক চুরি কাণ্ড গত বুধবার রাতে সংগঠিত করে চোরেরা। একটি ড্রজার , ট্রিপার ও মাটি মেকিনের মেশিন থেকে ১৫০ লিটার ডিজেল থেকে শুরু করে দুটি বড় ব্যাটারি সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে চম্পট দেয় চোরের দল। বাজার মূল্য প্রায় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে ৮০ হাজার টাকার উপর। চোরের দল সিসি ক্যামেরার চোখে ফাঁকি দিয়ে ইট ভাট্টায় প্রবেশ করে। বৃহস্পতিবার সকালে ভাট্টার ম্যানেজার ও গাড়ি চালক প্রত্যেককে দেখতে পান এই দুঃসাহসিক চুরি কাণ্ড কিভাবে ঘটিয়েছে তাদের ভাট্টার গাড়ির মধ্যে । গোটা বিষয়টি জানানো হয় ইট ভাট্টার মালিক বিপ্লব কুমার ঘোষ কে । পরবর্তী সময়ে মালিকের নির্দেশ অনুসারে কাকরাবন থানায় চুরি মামলা লিখিতভাবে দায়ের করা হয় । ইট ভাট্টার শ্রমিক থেকে শুরু করে গাড়ি চালক এবং ম্যানেজার প্রত্যেকে দাবী তুলেন চুরি কান্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে যেন পুলিশ খুঁজে বের করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আইনিভাবে। কিন্তু রাতের পুলিশি টহলদারি নিয়ে কাকরাবন থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই চুরি কান্ডের পর। এখন দেখার পুলিশ চোরেদেরকে ধরতে কতটুকু সক্ষম হয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা ইট ভাট্টার শ্রমিক মহল ।
41
previous post