Home » নিজের স্কুলে সংবর্ধিত বিধায়ক সুশান্ত

নিজের স্কুলে সংবর্ধিত বিধায়ক সুশান্ত

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৪ মার্চ।। বিশালগড় দ্বাদশ শ্রেণি বিদ্যালয় কতৃপক্ষ সংবর্ধিত করলেন তাদের প্রিয় ছাত্র তথা নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেবকে। মঙ্গলবার স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই স্কুলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে সুশান্ত। কৈশোর কাটিয়ে যৌবনে পা রেখেছে এই স্কুলে পড়া কালে। পড়াশোনার পাশাপাশি বেশ দুষ্ট ছিলেন সুশান্ত। তবে খেলাধুলার প্রতি অধিক আগ্রহ ছিল। সেদিনের আদরের ছাত্র আজ বিধায়ক। স্বাভাবিক কারণেই বাড়তি উচ্ছ্বাস রয়েছে স্কুলে। মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়ক সুশান্ত দেব বলেন আমি আজও ছাত্র হিসেবে স্কুলে এসেছি। আমাকে কাজ করার সুযোগ দিয়েছে বিশালগড়ের জনতা। স্কুলে পড়াশোনা চলাকালীন যেভাবে আপনারা আমাকে ভুল ধরিয়ে দিতেন, শাসন করতেন। ঠিক তেমনি মানুষের জন্য কাজ করতে গিয়ে আমার কোথাও ভুল হলে ধরিয়ে দেবেন। বিশালগড়ের সার্বিক কল্যাণ আমার লক্ষ। সকলের আশীর্বাদ সুপরামর্শ নিয়ে আমি কাজ করবো।

You may also like

Leave a Comment