Home » এক ভয়াবহ ই রিক্সা দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ই রিক্সা চালক এবং আরোহী।

এক ভয়াবহ ই রিক্সা দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ই রিক্সা চালক এবং আরোহী।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ ধর্মনগর জেল রোডের সব হোটেলের বিপরীতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি ই রিকশা এবং একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি কুলা শহরের দিক থেকে ধর্মালয়ের দিকে আসছিল আর ই রিক্সাটি ধর্মগরের দিক থেকে হাফলং এর দিকে যাচ্ছিল। চালক এবং আরোহ ী দুইজনই ই রিক্সার সামনে বসে ছিল। সন্ধ্যা রাতে মুখোমুখি সংঘর্ষে এলাকা রক্তাক্ত হয়ে পড়ে দলে দলে মানুষের সে ভিড় জমায়। ফায়ার সার্ভিস কর্মীরা ই রিকশাচালক এবং আরোহীকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। খবর লেখা পর্যন্ত তাদের কোন পরিচয় জানা যায়নি। আরোহী এবং চালক কেউই কথা বলতে পারছে না যখন জ্ঞান আসছে শুধু জল চাইছে।

You may also like

Leave a Comment