রাতের আঁধারে অগ্নিকান্ডে পুরে ছাই মুরগির ফার্ম।
ঘটনার বিবরনে জানাযায় বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার বেতাগা সাইনবোর্ড এলাকায় বিমল দত্তের মুরগির ফার্মে অগ্নি সংযোগ ঘটায় দুষ্কৃতিকারীরা। এতেকের মুরিগার ফার্মে থাকা মুরগি পুরেছাঁই হয়েযায়। এই অগ্নিকান্ডের বিবরন জানাতেগিয়ে মুরগির ফার্মের মালিক সংবাদমাধ্যমের সন্মুখিনহয়ে জানান শান্তির বাজার দমকল বাহিনীর খামখেয়ালীপনায় উনার বিপুল পরিমানে ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর জাাননোর জন্য শান্তির বাজার ফায়ার সার্ভেসে ফোন করলে কেউ ফোন রিসিভ করেননি বলে অভিযোগ। পরবর্তী সময় আর এস এস এর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগরতলায় দমকল বাহিনীর অফিসে যোগাযোগ করার পরবর্তী সময় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের টনক লড়ে। এতেকরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুরে ছাইহয়েযায়। ফার্মের মালিকের দাবী দমকল বাহিনীর কর্মীরা সঠিকসময়ে ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হতো। এই অগ্নিকান্ডে ফার্মের মালিক ব্যাপকহারে ক্ষতির সন্মুখিন হয়েছে।