প্রতিনিধি, বিশালগড় , ১৩ এপ্রিল।। যুব মোর্চার সিপাহীজলা (উত্তর) জেলা কমিটির পক্ষ থেকে নবনিযুক্ত ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বৃহস্পতিবার সকালে বিশালগড়স্থিত বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যুব মোর্চার জেলা সভাপতি দীপ্তনু দাস, সাধারণ সম্পাদক প্রিতম সাহা, শ্যামল দেবনাথ সহ যুব মোর্চার কার্যকর্তারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক এবং বাঁশ বেতের তৈরি উপহার দিয়ে নবনিযুক্ত চেয়ারম্যান নবাদল বণিককে সংবর্ধনা জ্ঞাপন করেন যুব মোর্চার কার্যকর্তারা। চেয়ারম্যান নবাদল বণিক বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আমার ওপর বিশ্বাস রেখে এই গুরু দায়িত্ব তুলে দিয়েছেন। রাজ্যের শিল্পের বিকাশের মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন বলে তিনি জানান। তিনি যুব মোর্চার কার্যকর্তাদের বলেন শুধু সরকারি চাকরির মুখাপেক্ষী না হয়ে বিকল্প রোজগারের সুযোগ গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিকল্প দিশা দেখাচ্ছে । নিজে স্বরোজগারী হয়ে অন্যদের কাজের সুযোগ করে দিতে হবে।
98
previous post