Home » বিশালগড়ে পরিত্যক্ত জলাশয় সংস্কার ও সৌন্দর্যায়নের উদ্যোগ

বিশালগড়ে পরিত্যক্ত জলাশয় সংস্কার ও সৌন্দর্যায়নের উদ্যোগ

by admin

প্রতিনিধি, বিশালগড় , ১৩ এপ্রিল।।
বিশালগড়ের পরিত্যক্ত জলাশয় সৌন্দর্যায়নের কাজে হাত দিয়েছেন বিধায়ক সুশান্ত দেব। ইতিমধ্যে সুপ্রাচীন ডাকবাংলো জলাশয়কে সৌন্দর্যায়নের রূপরেখা তৈরি হয়েছে । এবার অফিসটিলার শীতলটিলাতে একটি পরিত্যক্ত জলাশয় সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছেন বিধায়ক সুশান্ত দেব। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস কে সঙ্গে নিয়ে জলাশয় সংলগ্ন এলাকা পরিদর্শন করেন বিধায়ক সুশান্ত দেব। তিনি জানান এটি একটি পুরনো পুকুর। কিন্তু জঞ্জালময় হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এই জলাশয় সংস্কারের দাবি জানিয়ে আসছিলো স্থানীয়রা। কিন্তু কর্নপাত করেনি বিগত সরকার। জলাশয় একটি সম্পদ। অগ্নিকাণ্ড সহ নানা কারণে জলাশয়ের প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে এই পুকুর সংস্কার করে সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। পুকুর পাড়ে বসার জন্য এবং হাঁটার জন্য ব্যবস্থা থাকবে। একটি মনোরম পরিবেশ তৈরি হবে।

You may also like

Leave a Comment