প্রতিনিধি, বিশালগড় , ।। আগুনে পুড়ে ছাই হয়ে যায় চড়িলামের চেছড়িমাই হাই স্কুল। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দাউদাউ করে জ্বলে উঠে স্কুলের একাংশ। পরবর্তী সময়ে গোটা স্কুল চলে যায় আগুনের গ্রাসে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা খবর দেয় দমকল বাহিনীকে। বিশালগড় বিশ্রামগঞ্জ মেলাঘর থেকে ছুটে যায় দমকল বাহিনী। দমকলের ছয়টি ইঞ্জিন চারিদিকে ঘিরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু পুড়ে ছারখার হয়ে যায় স্কুলের আটটি ঘর। আসবাবপত্র নথিপত্র কিছুই রক্ষা করা যায়নি। টিনের ছাউনি বিশিষ্ট পাকা ঘর ছিল। স্কুলের কম্পিউটার রুমে আগুনের সূত্রপাত বলে জানান স্থানীয়রা। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। শর্ট সার্কিটে আগুন লাগে বলে প্রাথমিক ধারণা। সন্ধ্যা রাতে স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। রাতেই ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ প্রশাসনিক আধিকারিকরা। বিজেপির জেলা সহসভাপতি অমল দেবনাথ সহ স্থানীয় নেতৃবৃন্দ ছুটে যান। সম্পুর্ন স্কুল ভস্মীভূত হয়ে যায়। আগামীকাল থেকে ছাত্র ছাত্রীদের পঠন পাঠন কীভাবে হবে তা নিয়ে চিন্তিত সবাই। যদিও প্রশাসনের তরফ থেকে দ্রুত স্কুল সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে জানা গিয়েছে। আগ্নিকান্ডের কারণ খোঁজার চেষ্টা করছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।
90