প্রতিনিধি,গন্ডাছড়া ১৩ এপ্রিল:- দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে গন্ডাছড়া মহকুমাবাসীর। ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া ১৯৮৯ সালে মহকুমা হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকে মহকুমা বাসীর দাবি ছিল আধুনিকমানের একটি টাউন হল গড়ে তোলার। এই মোতাবেক পূর্ত দপ্তর থেকে গন্ডাছড়া নারায়ণপুর এলাকায় ১০০০ সীট বিশিষ্ট একটি আধুনিক মানের টাউন হল নির্মাণের কাজ শুরু হয়। বছর যেতে না যেতেই গোটা পৃথিবী জুড়ে শুরু হয় কোভিড নাইন্টিনের দাপট। এরপর মাঝে প্রায় দুই বছর করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে কাজ বন্ধ ছিল। এরপর পুনরায় কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এম/এস এন.জি ভট্টাচার্জী কনস্ট্রাকশন কো. কাজের গুণগতমান বজায় রেখে দ্রুত গতিতে কাজ শুরু করে। বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে। পূর্ত দপ্তর গন্ডাছড়া ডিভিশনের এক্সিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ দেববর্মা জানান সম্ভবত আগামী জুন জুলাই মাসের মধ্যে নব নির্মিত টাউন হলের শুভ উদ্বোধন হতে পারে। এলাকাবাসীদের বক্তব্য ধলাই জেলার মধ্যে যে কয়টি অডিটোরিয়াম বা টাউন হল রয়েছে এরমধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির কাজ হয়েছে গন্ডাছড়া টাউন হল বিল্ডিংয়ের। এলাকাবাসীরা আরো জানান বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও ঠিকাদার যেভাবে কাজের গুণগত মান বজায় রেখে কাজ করেছেন সত্যি অর্থের প্রশংসার দাবি রাখে। তারা আরো জানান এতকাল যাবত মহকুমা ষাট কার্ড এলাকায় ২৫০ সিট বিশিষ্ট টাউন হলটিতে গুটিয়ে গুটিয়ে চলত সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠান। প্রায় সময় দেখা যেত সিট স্বল্পতার কারণে সেখানে বড় ধরনের কোন প্রোগ্রাম করা যেত না। এমত অবস্থায় বর্তমান রাজ্য সরকার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমা’কে একটা উন্নত মহকুমা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নব নির্মিত টাউন হল বিল্ডিং তার প্রমান। সরকারের এই কাজে খুশি গোটা মহকুমাবাসী।
95