Home » রাজ্যকে খাদ্যশস্য উৎপাদনে আত্মনির্ভর করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার।- কৃষিমন্ত্রী

রাজ্যকে খাদ্যশস্য উৎপাদনে আত্মনির্ভর করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার।- কৃষিমন্ত্রী

by admin

প্রতিনিধি তেলিয়ামুড়া।৮ই ফেব্রুয়ারী। আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা রাজ্য সরকারের লক্ষ। এর জন্যই চলছে নানান পরিকল্পনা। এই পরিকল্পনাকে সফল করতে এগিয়ে আসতে হবে সকলকে। আজ তেলিয়ামুড়ায় এগ্রি প্রোডিউস মার্কেট এ ই -ট্রেডিং অত্যাধুনিক বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বলতে গিয়ে এ কথা বলেন রাজ্যের কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। আজ বিকাল চারটায় বৃক্ষে জল সৃজন এবং প্রদীপ প্রজ্জলন মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তেলিয়ামুড়া বাসির দীর্ঘদিনের একটা দাবি ছিল এগ্রি প্রডিউস মার্কেট এলাকায় একটি মাল্টিস্টোরেজ বিল্ডিং নির্মাণের। তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় প্রতিশ্রুতি ও দিয়েছিলেন এই তেলিয়ামুড়া মহকুমার কৃষকদের এবং ব্যবসায়ীদের স্বার্থে, তেলিয়ামুড়া শহরের সৌন্দর্যায়নে এখানে মাল্টি স্টোরেজ বিল্ডিং গড়ে তোলার। এই প্রতিশ্রুতির আজ পূরণের দিনে অনুষ্ঠানে উপস্থিত তেলিয়ামুড়া এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিধায়িকার চোখে মুখে যেন স্বপ্ন পূরণের খুশি লক্ষ্য করা গেছে। ই ট্রেডিং বিল্ডিং এ থাকবে একটি ছোটখাটো কোল্ড স্টোরেজ, অফিস ঘর, ওয়ার হাউজ, অফিস ঘর সহ আনুষাঙ্গিক পরিষেবার রুম থাকবে। ব্যয় হবে ছয় কোটি চল্লিশ লক্ষ টাকা। এই প্রকল্পটি নির্মাণের পর এখান থেকে ই মার্কেটিং এর মাধ্যমে ফসল শুধুমাত্র দেশ এ নয় বিদেশেও তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে। কৃষিমন্ত্রী রতন লালনাথ কৃষি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কে নির্মাণ কাজের গুনগত মান বজায় রাখার জন্য নির্দেশ দেন। কৃষিমন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, রাজ্যে একটা ব্যতিক্রমী সরকার চলছে, সরকারের লক্ষ্য হলো আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা। এর জন্য পরিকল্পনাও চলছে। সরকার কাজও করছে এই লক্ষ্যকে নিয়ে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি চাইছেন দেশের কৃষক দের আয় দ্বিগুণ করা। ই বিল্ডিং এ কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। দেশের ৭০% মানুষ কৃষিজীবী। বিশাল সংখ্যক মানুষের আয় বৃদ্ধি হলে দেশের ও উন্নতি হবে। প্রধানমন্ত্রীর লক্ষ্যেই কাজ করছেন আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। রাজ্যকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য নানান পরিকল্পনাও নিচ্ছেন। শ্রীনাথ তথ্য দিয়ে বলেন রাজ্যের মধ্যে সিপাইজলা, গোমতী এবং দক্ষিণ জেলা খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। খোয়াই জেলা সবজি উৎপাদনে তিন হাজার মেট্রিক টন এবং চালএক হাজার মেট্রিক টন উৎপাদন বেশি করলেই খোয়াই জেলা ও খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। এ ব্যাপারে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে তেলিয়ামুড়া বিধায়িকা তোতা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন তেলিয়ামুড়ার উন্নয়নে তেলিয়ামুড়া বাসী যে আস্থা বিশ্বাস রেখেছে,বিশ্বাসকে সার্থক রূপ দিতে নিজের রক্ত দিতেও প্রস্তুত বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, কৃষি বিপণন দপ্তরের আধিকারিক দীপক কুমার দাস, আধিকারিক শরদিন্দু দাস, সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া এগ্রি প্রডিউস মারকেটিং সোসাইটির চেয়ারম্যান সন্তোষ দাস সহ অন্যান্যরা। এদিকে আজকে তেলিয়ামুড়া বাসির উন্নয়নে আরো একটি পালক যুক্ত হওয়ার অনুষ্ঠানে তেলিয়ামুড়া বাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়।

You may also like

Leave a Comment