প্রতিনিধি,গন্ডাছড়া ৮ ফেব্রুয়ারি:- দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে রইস্যাবাড়ি-বাসীর। ধলাই এবং গোমতী এই দুই জেলা লাগোয়া রইস্যাবাড়ি-যতনবাড়ি রাস্তাটি বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বেহাল রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসীরা বাম আমলে একাধিকবার দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। বেহাল এই রাস্তা ধরে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী সাধারনেরা যাতায়াত করতে হচ্ছে। এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই রাস্তাটি তীর্থমুখ যাওয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম। তীর্থমুখের পুণ্যার্থীরা বিশেষ করে পৌষ সংক্রান্তি ডুম্বুর মেলার সময় রইস্যাবাড়ি এবং যতনবাড়ি দুই দিক থেকে হাজার হাজার লোক বেহাল রাস্তা ধরে যাতায়াত করতে হয়। শুধু তাই না এই রাস্তাটি রইস্যাবাড়ি-বাসীর লাইফ লাইন হিসাবে পরিচিত। রইস্যাবাড়ি থেকে এই রাস্তা ধরে খুব কম সময়ে অমরপুর, উদয়পুর বাইয়া আগরতলা যাওয়া যায় । এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও কারোর কোন মাথা ব্যাথা নেই। অবশেষে বিজেপি- আইপিএফটি জোট সরকার ২০২১ সালে যতন বাড়ি পূর্ত দপ্তরের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কারে হাত দেয়। যতন বাড়ি থেকে মন্দির ঘাট পর্যন্ত প্রায় ১৩ কিমি ডাবল লাইন রাস্তা নির্মাণ করতে গেলে রাস্তার দুই পাশে শত শত গাছ কাটা পড়ছে। এরপর বনদপ্তরের আইনি জটিলতার কারণে প্রায় এক বছর কাজ বন্ধ ছিল। বনদপ্তরের সাথে আইনি জটিলতা কাটিয়ে বর্তমানে দ্রুত গতিতে কাজ শুরু করেন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কিশোর রায়। রাস্তার দু’পাশে চলছে মাটি কাটার কাজ। পাশাপাশি চলছে ডব্লু এম এম, মেটেলিং, কালভার্ট এবং সাইড ওয়াল এর কাজ। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত গতিতে কাজ করতে দেখে যান চালক থেকে শুরু করে যাত্রী সাধারনেরা দারুন খুশি।
100