Home » মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন প্রণজিৎ রায়।

মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন প্রণজিৎ রায়।

by admin

Tv100 বাংলা , উদয়পুর প্রতিনিধি :-

আগামী 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাজ্য বিধানসভা নির্বাচন । হাতেগোনা আর কয়েকটা দিন বাকি রয়েছে প্রচারের । তাই সময় নষ্ট না করে প্রচারে খামতি রাখতে নারাজ সর্বভারতীয় কংগ্রেসের মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রণজিৎ রায় । ৩২ মাথার বাড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রণজিৎ রায় প্রচারের ঝড় তুলতে সক্ষম হয়েছে । শাসকদলকে পেছনে ফেলে কংগ্রেস প্রার্থী প্রণজিৎ রায় অনেকটাই এগিয়ে । সমতল থেকে পাহাড় ছোট বাজার থেকে শুরু করে পাহাড়ি বাজার সর্বত্র প্রণজিৎ রায় দলীয় পতাকাকে কাঁধে নিয়ে কর্মীদের সাথে পা মিলিয়ে প্রচারের ঝড় তুলেছে গোটা মাতার বাড়ি বিধানসভা কেন্দ্রে । তার দলীয় প্রচারে একের পর এক দিল্লী কংগ্রেসের কেন্দ্রীয় হাই কমান্ডের নির্দেশে নেতৃত্বরা মাতার বাড়িতে আসতে শুরু করেছে । গ্রামীণ সভা থেকে শুরু করে পথসভা বড়সভা থেকে শুরু করে ঘরোয়াসভা সর্বোচ্চ সব জায়গায় উপচে পড়া ভীড় । কংগ্রেস প্রার্থী প্রণজিৎ রায় এর এই ঝড়ো প্রচারে এক প্রকার শাসক দল অনেকটাই পিছিয়ে রয়েছে । রাজনৈতিক মহলের ধারণা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রণজিৎ এক হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে যেতে চলেছে গোটা বিধানসভা নির্বাচন টিকে । সব মিলিয়ে কংগ্রেসের প্রচারে ব্যাপক ঝড় উঠতে শুরু করেছে ।

You may also like

Leave a Comment