প্রতিনিধি কৈলাসহর:-বিজয় সংকল্প সমাবেশে রীতিমতো জন সুনামিতে ভাসলো ফটিকরায় কেন্দ্র।আসন্ন নির্বাচনে ফটিকরায়ের বিজেপি মনোনিত প্রার্থী তথা যুব বিধায়ক সুধাংশু দাসের সমর্থনে লক্ষ্য করা যায় এই বিশাল জনস্রোত।এই জন সমাবেশে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ ।
এই বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) ও কংগ্রেস সহ তিপ্রা মথাকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি দলের প্রার্থী তথা ৫১ ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস।শ্রী দাস দাবী করেন যে ভাবে আজকের এই জন জমায়েতে জাতি ও জনজাতিদের অংশগ্রহন পরিলক্ষিত হয়েছে তা থেকে পরিষ্কার যে রাজ্যে আবারো উন্নয়নমূখী ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হচ্ছে।তিনি এও বলেন সিপিএম ও কংগ্রের যে অশুভ জোট তা মানুষ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছেন।আর তার চিত্র ভোটের মাধ্যমে ফোটে উঠবে আগামী ২মার্চ। প্রধান বক্তা হিসেবে আলোচনা করতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রিপুরা রাজ্যের বিগত পাঁচ বছরের বিজেপি শাসনের ভূয়সী প্রশংসা করেন।তিনি দাবী করেন প্রতিশ্রুতি মতো বিজেপি সরকার এ রাজ্যের জনসাধারণের জন্য এক্সপ্রেস গতিতে উন্নয়ন করেছে।দীর্ঘ বামশাসনে মানুষ যে বাক্ স্বাধীনতা হারিয়ে ফেলেছিল এবং আইনের শাসন বলতে কিছুই ছিল না ত্রিপুরা রাজ্যে তা বিজেপি সরকার আসার পর প্রতিষ্ঠিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার ভাষণে উল্লেখ করেছেন। তিনি বলেন ডাবল ইঞ্জিন সরকার থাকার ফলস্বরূপ ত্রিপুরা পেয়েছে একাধিক হাইওয়ে,ভালো ইন্টারনেট পরিষেবা,এক ডজনের ওপর রেল,প্রতিটি দপ্তরে জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প,নাগরিক সম্মান এবং সর্বোপরি মহিলাদেরকে সম্মান দিয়েছে বিজেপি সরকার।আদিত্যনাথ বলেন, ২০১৮ সালে যখন সুধাংশু দাসের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন সেই সময়ের ফটিকরায় আর আজকের দিনের ফটিকরায়ের উন্নয়নমূলক কর্মকান্ড দিনের আলোর মতোই স্পষ্ট।তাই আগামী দিনে উন্নয়নের ধারাবাহিকতাকে আরো এগিয়ে নিয়ে যেতে বিধায়ক সুধাংশু দাসকে জয়ী করে বিধানসভায় পুনরায় পাঠানোর আহ্বান জানিয়েছেন সমর্থকদের কাছে।আজকের এই বিজয় সংকল্প সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি পবিত্র দেবনাথ,জেলা সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্যরা।
ক্রমোন্নয়নের জন্য আবারও চাই ডাবল ইঞ্জিন সরকার:যোগী আদিত্যনাথ
113