১৮ এর নির্বাচন লাল থেকে গেরুয়া হওয়ার পর, বিরোধী দল সিপিআইএম তেমন কোন আন্দোলনের কর্মসুচি নিতে পারে নি । যত বার আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করেছে কোথাও পুলিশের বাধা আবার কোথাও বা আক্রান্ত হতে হয়েছে শাসক দলের বাইক বাহিনীর হাতে আক্রান্ত সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা। রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের সাথে এই আক্রমনের হাত থেকে বাদ যায় বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ এলাকার সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা । আর এই জনকল্যাণ বিরোধী বর্তমান জোট সরকারের উৎখাতের ডাক দিয়ে জন স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবিতে সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে সংগঠিত হয় নির্বাচনী পদযাত্রা। পদযাত্রা শেষে হয় সভা । নির্বাচন এখনো ঘোষণা হয়নি বর্তমান জোট সরকারের পাশাপাশি বিরোধী দল ২৩ এর নির্বাচনকে সামনে রেখে আদা জল খেয়ে নেমে পরলো মাঠে। লক্ষ্য যেন ২৩ এর নির্বাচন । সব সন্ত্রাশ,ভয়,ভীতিকে উপেক্ষা করেই মঙ্গলবার বিকেলে পদযাত্রায় সামিল হয় সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা। বনকর ব্রীজ চৌমুহনী থেকে শুরু হয় পদযাত্রা ।
বিলোনিয়া পৌর পরিষদের নাগরিক পরিষেবা, উন্নয়ন মূলক কাজ, টুয়েপের কাজ, বেকারদের কর্মসংস্থান ,বর্ধিত জলকর, সম্পদ কর বাতিল সহ আরো অন্যান্য দাবির স্লোগান তুলে পদযাত্রাটি ভারত চন্দ্র নগর পঞ্চায়েত এলাকা ঘুরে গেরেজ টিলা হয়ে পুনরায় এসে শেষ হয় বনকর সভা স্থলে । পদযাত্রা ও মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম দক্ষিন জেলার সম্পাদক বাসুদেব মজুমদার, পাটির বিলোনিয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত, রাজ্য নেতৃত্ব দীপঙ্কর সেন, শ্রমিক নেতা ত্রিলোকেশ সিনহা সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা। সভায় আলোচনা রাখতে গিয়ে বর্তমান জোট সরকারের তীব্র সমালোচনা করে, উৎখাতের ডাক দিয়ে রাজ্যে শান্তি শৃঙ্খলা সহ আইনের শাসন গড়ে তুলতে বামফ্রন্টের আন্দোলনে সামিল হয়ে সমর্থন জানানোর জন্য আহ্বান রাখেন সভার বক্তা সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কমিটির সম্পাদক তাপস দত্ত।
মঙ্গলবার বিকেলে পদযাত্রায় সামিল হয় সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা
105