Home » গোলাঘাটিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

গোলাঘাটিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৬ ডিসেম্বর।। গোলাঘাটি মন্ডলে ঘরে ঘরে বিজেপি অভিযান সম্পন্ন হয়েছে। এবার বুথে বুথে রিপোর্টের ওপর ভিত্তি করে সাংগঠনিক কাজে ঝাঁপাতে চলেছে কার্যকর্তারা। হাতে সময় মাত্র দুই মাস। এই সময়ের মধ্যে সাংগঠনিক বিস্তারের মাধ্যমে দলকে বুথে বুথে মজবুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই লক্ষ্যে মঙ্গলবার গোলাঘাটি মন্ডলের সকল কার্যকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। গোপীনগর কমিউনিটি হলে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সম্পাদক রতন ঘোষ, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা প্রমূখ। বৈঠকে মন্ডল কমিটির সকল সদস্য, মোর্চার সভাপতি সাধারণ সম্পাদক, শক্তি ইনচার্জ উপস্থিত ছিলেন। বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন সকল কার্যকর্তা উৎসাহ উদ্দীপনার সাথে ঘরে ঘরে বিজেপি অভিযানে অংশ নিয়েছে। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। প্রতিটি পরিবার কোন না কোন সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছে। বিজেপির প্রদেশ সম্পাদক রতন ঘোষ বলেন এতো দিন আমরা কাজ করেছি। আগামী দুই মাস আমাদের পরিক্ষা। তেইশের লড়াইয়ে জিততে হবে। সরকার পরিবর্তন হয়েছে বলেই গোলাঘাটিতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। একসময় এই এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপে ভয়ের পরিবেশ কায়েম হয়েছিল। সিপিএমের শোষণ অত্যাচার সহ্য করতে হয়েছে। তাই শান্তি শৃঙ্খলা এবং উন্নতির জন্য আবার বিজেপির প্রার্থীকে জয়ী করতে সবাইকে সংঘবদ্ধ কাজ করতে হবে। জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বলেন বিরোধিতা উন্নয়ন সহ্য করতে পারছে না। তাই ষড়যন্ত্র শুরু করেছে। সবাইকে সজাগ থাকতে হবে। কোন প্ররোচনায় পা দেয়া চলবে না। গণতান্ত্রিক উপায়ে ষড়যন্ত্রের প্রতিবাদ করা হবে।

You may also like

Leave a Comment