
প্রতিনিধি, বিশালগড় , ৬ ডিসেম্বর ।। প্রতি ঘরে সুশাসন কর্মসূচির অঙ্গ হিসাবে চড়িলাম ব্লকের চেছরীমাই গ্রাম পঞ্চায়েতে গ্রাম দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার চেছরিমাই গ্রাম পঞ্চায়েত মাঠে প্রদীপ প্রজ্বলন করে গ্রাম দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন।এছাড়া উপস্থিত ছিলেন চেছরীমাই গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ দেবনাথ, ব্লকের অতিরিক্ত বিডিও অমিতাভ ভট্টাচার্য । গ্রামের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত নৃত্য পরিবেশন করেন । অনুষ্ঠানে চেছরীমাই গ্রাম পঞ্চায়েতের ৭০ জন প্রবীণ নাগরিককে সংবর্ধনা জ্ঞাপন করেন উপমুখ্যমন্ত্রী। এই গ্রামের মহিলারা সচেতনতামূলক নাটক পরিবেশন করেন। গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। এছাড়া চেছরীমাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। গ্রাম দিবস উদযাপন অনুষ্ঠানে প্রায় সাত শতাধিক নাগরিকদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। হেমন্তের পড়ন্ত দুপুরে গ্রামের সবাই এক পঙক্তিতে বসে ভোজন করেন। গ্রাম দিবসের অনুষ্ঠান যেন মিলনমেলায় পরিণত হয়। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন বলেন ত্রিপুরা রাজ্যে প্রথম চড়িলামে গ্রাম দিবস শুরু হয়েছে।আজ চেছরীমাই গ্রাম পঞ্চায়েতে প্রথম গ্রাম দিবস করা হয়। কোন ভালো কাজ করতে হলে অভিভাবকদেরকে কাছ থেকে আশীর্বাদ নিতে হয়। অভিভাবকদের পরামর্শ এবং আশীর্বাদ নিয়ে আমরা কাজ করি। এটা আমাদের সংস্কৃতি। একসঙ্গে বসে সবাই খাওয়া দাওয়া করা এক দারুণ অনুভূতি। তিনি বলেন গ্রামের উন্নয়নে গ্রামবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের সকলের উন্নয়ন চায় সরকার। কিন্তু উন্নয়ন স্তব্ধ করার ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নিজেরা নিজেদের গ্রামকে এগিয়ে নিতে হবে।