কিষান মল্লিক চুরাইবাড়ি প্রতিনিধি ৬ জুন :—- বহুদিন পর বিপুল পরিমাণ গাঁজা আটক চুরাইবাড়িতে।প্রায় অর্ধ কোটি টাকার গাঁজা আটক করলেও পুলিশের আছ বুঝে চালক গা ঢাকা দেয়।যাই হোক পুলিশের প্রাথমিক অনুমান মতে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বিহারে পাচারের পথে চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে ধরা পড়ে গাড়িটি।বিবরণে প্রকাশ, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ আগরতলার দিক থেকে এএফসি ট্রান্সপোর্টের WB73D-5911 নম্বরের দশ চাকার একটি কন্টেইনার গাড়ি বহিঃরাজ্যে পাচারের জন্য চুরাইবাড়ি নাকা পয়েন্টে আসে।এমন সময় ওসি সমরেশ দাসের নেতৃত্বে পুলিশ রুটিন তল্লাশি চালায়। প্রথমে সমস্ত গাড়িতে তল্লাশি চালালেও গাড়ির কোথাও গাঁজা পাওয়া যায় নি।পরে গাড়ির চালকের পেছনের গোপন কেবিনে লোহার সিটের বাক্সের মধ্যে থাকা এই বিপুল পরিমাণ শুকনো গাঁজা জব্দ করা হয়। পাঁচ কেজি ওজনের পনেরো পেকেট ও দশ কেজি ওজনের কুঁড়ি পেকেটে করে মোট দুইশো পঁচাত্তর কেজি গাঁজা, যার কালোবাজারি মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা।
এদিকে, পুলিশের এই তল্লাশি ব্যবস্থা দেখে গাড়ির চালক পালিয়ে যায়।তাই ধরপাকড়ের কোনো খবর নেই।
এছাড়া এই অভিযানে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ছাড়াও ডিসিএম জিনিয়াস দেববর্মা উপস্থিত ছিলেন। মহকুমা পুলিশ আধিকারিক জানান সম্পূর্ণ তদন্ত করে একান্ডে জড়িতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হবে।
চুরাইবাড়ি থানার রুটিন তল্লাশিতে অর্ধ কোটি টাকার শুকনো গাঁজা জব্দ।চালক পলাতক।
92
previous post