প্রতিনিধি, বিশালগড়, ।। বিরোধীদের প্রলোভনে কেউ পা দেয়নি। মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিকাশ মুখী সরকার দেশের বংশের কল্যাণে আরো কাজ করবে। বুধবার বিজয় মিছিলে অংশ নিয়ে কথাগুলি বলেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। বুধবার চড়িলামে বিজেপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন ছাড়াও মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ সহ বিজেপির কার্যকর্তারা গেরুয়া আবির মাখিয়ে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন। বিজয় মিছিলটি চড়িলামের বিভিন্ন পথ পরিক্রমা করে। মঙ্গলবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গড়তে চলছে এনডিএ। বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার আগামী পাঁচ বছর দেশের শান্তি-শৃঙ্খলা অখন্ডতা রক্ষা এবং বৈভবশালী ভারত গড়ার ক্ষেত্রে যাবতীয় কর্মসূচি বাস্তবায়ন করবে। তিনি বলেন বিকাশ মুখী সরকারের বিরুদ্ধে দেশের সবগুলি রাজনৈতিক দল জোট বেঁধেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির নেতৃত্বেদের বিরুদ্ধে অপপ্রচার কুৎসা রটিয়েছিল । মিথ্যা প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দিয়েছিল। কিন্তু দেশের অধিকাংশ মানুষ তাদের প্রত্যাখ্যান করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস রেখেছে ।
77
previous post