![](https://tv100bangla.com/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-20-at-7.53.59-PM-1024x768.jpeg)
প্রতিনিধি, গন্ডাছড়া ২০ ডিসেম্বর:- বিজেপি রাইমাভ্যালী মন্ডলের ওবিসি মোর্চার সভাপতি তথা ডুম্বুর নগর আরডি ব্লক ওবিসি ওয়েলফেয়ার সাব কমিটির চেয়ারম্যান নির্মল সরকারকে সোমবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ কোন এক অজ্ঞাত পরিচয় লোক মোবাইলে কল করে প্রাননাশের হুমকি দেয়। নির্মল সরকার অজ্ঞাত পরিচিত ব্যক্তির পরিচয় জানতে চাইলে সে পরিচয় দেয়নি উল্টো চেয়ারম্যানকে অকথ্য নোংরা ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিতে থাকে। শুধু তাই না বাড়ি থেকে যাতে বাহির না হয় তার হুলিয়া জারি করে। এহেন পরিস্থিতিতে চেয়ারম্যানের গোটা পরিবার খুবই চিন্তিত। এমত অবস্থায় মঙ্গলবার রাইমাভ্যালী মন্ডলের যুব মোর্চার সভাপতি সজল মল্লিক, লিটন দেবনাথদের সাথে নিয়ে চেয়ারম্যান নির্মল সরকার গন্ডাছড়া থানায় একটি এফআইআর করে। চেয়ারম্যানকে হুমকি দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই গোটা মহকুমা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।