Home » খোয়াই জেলার দুটি বিধানসভা কেন্দ্র ঝটিকা সফর করেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য

খোয়াই জেলার দুটি বিধানসভা কেন্দ্র ঝটিকা সফর করেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য

by admin

সংবাদ প্রতিনিধি খোয়াই। কয়েক মাস বাদেই ২০২৩ বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে চষে বেড়াচ্ছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য । শুক্রবার খোয়াই জেলার দুটি বিধানসভা কেন্দ্র ঝটিকা সফর করেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য এবং ২৪ রামচন্দ্র ঘাট ও ২৬ আশারাম বাড়ি মন্ডলের কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকে মিলিত হন। এই দিন বেলা বারোটায় বাচাইবাড়ী স্থিত কমিউনিটি হলে সাংগঠনিক বৈঠক শুরু হয়, আশারাম বাড়ি মন্ডলের সভাপতি প্রদীপ দেববর্মার সভাপতিত্বে। বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ এবং মন্ডল কমিটি সহ মন্ডলের বিভিন্ন মোর্চার সদস্য সদস্যা গন এই বৈঠকে অংশ গ্রহণ করেন। বৈঠকে নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ লড়াই করার আহ্বান জানান। রামচন্দ্র ঘাট মন্ডলের অনুরূপ ভাবে সভা অনুষ্ঠিত হয় রামচন্দ্র ঘাট কমিউনিটি হলে বেলা চারটায়, উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন বিজেপি মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা। আশারাম বাড়ি ও রামচন্দ্র ঘাট মন্ডলের দুটি সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ কমিটির সহসভানেত্রী উত্তরা দেববর্মা, বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস ও জেলা পরিষদের সভাধিপতি জয়দেব সহ অন্যান্য নেতৃত্বরা। বিগত বিধানসভা নির্বাচনে এই দুই টি আসনে বিজেপি সহযোগী দল আইপিএফ টির প্রার্থী ছিল এবং তারা এই দুটি আসন থেকে জয় লাভ করে। এবার কর্মীদের দাবি দুই আসনেই বিজেপি প্রার্থী চাই । নির্বাচনের প্রাক্কালে প্রদেশ সভাপতির ঝাঁটিকা এই সাংগঠনিক বৈঠকে কর্মীদের মনোবল বেশ তুঙ্গে এবং এই নিয়ে রাজনৈতিক মহলেও চলছে জোর জল্পনা ।

You may also like

Leave a Comment