প্রতিনিধি শান্তিরবাজার: এডিসি এলাকার মানুষের স্বপ্নের সেতু নির্মাণ করে দিল আখাংমা পাড়া ,২০১৮ নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করেন বিধায়ক প্রমোদ রিয়াং।
রাজ্যসরকারের উন্নয়নপ্রকল্পের আরেকধাপ এগিয়েগেলো শান্তির বাজার মহকুমা। রাজ্যসরকার সর্বদা রাজ্যের উন্নয়নে ও লোকজনদের উন্নয়নে কাজকরেযাচ্ছে। রাজ্যসরকারের এই উন্নয়ন প্রকল্পে শান্তির বাজার মহকুমার সাথে করবুক মহকুমার যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নে বগাফা আর ডি ব্লকের অধীনে লক্ষীছড়া এডিসি ভিলেজের আখাংমা পাড়ায় একটি উন্নতমানের ব্রীজ নির্মান করাহয়েছে। এই ব্রীজ নির্মানের কাজের দায়িত্ব নিয়েছে শান্তির বাজার পূর্তদপ্তর। ২০১৯ সালে এই ব্রীজ নির্মান করার কথা থাকলেও করোনামহামারিরজন্য ২০২০ সালের জুলাইমাসে এই ব্রীজের কাজ শুরু হয়। ব্রীজ নির্মানের কাজ শেষে শুক্রবার আনুষ্ঠানীকভাবে এই নবনির্মিত ব্রীজ সকলের জন্য উন্মুক্ত করেদেওয়াহয়। ফলক উন্মোচন ও ফিতাকেটে এই নবনির্মিত ব্রীজের শুভ উদ্ভোধন করলেন বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিতছিলেন শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, কাউন্সিলার শ্যামলাল দেবনাথ, শান্তির বাজার পূর্তদপ্তরের এক্সউটিভ তাপস মারাক, শান্তির বাজার পূর্ত দপ্তরের এস ডি ও প্রবীর বরন দাস সহ অন্যান্য অতিথী বৃন্দরা। আজকের এই অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা রাজ্যসরকারের উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলেধরেন। বক্তবের মধ্যদিয়ে কাউন্সিলার শ্যামলাল দেবনাথ জানান রাজ্যসরকার শুধুমাত্র শহর এলাকায় উন্নয়নেক কাজ করছে এমননা শহরের পাশাপাশি গ্রাম এলাকায় ও এডিসি এলাকায়ও উন্নয়নের কাজকরছে। কিছু কিছু অসাধু লোকজন রাজ্যসরকারকে কালিমালিপ্তকরতে উঠেপড়ে লেগেছে এই সকল লোকজনদের কাছথেকে সকলকে দুরে থাকতে বিশেষ আহব্বান জানান কাউন্সিলার। রাজ্যসরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে সকলকে একত্রিতহয়ে রাজ্যসরকারের পাশেদারানোর জন্য বিশেষ আহব্বান জানান কাউন্সিলার শ্যামলাল দেবনাথ। অপরদিকে এই ব্রীজ নির্মানের ও ব্রীজ নির্মানেরফলে লোকজনেরা কিভাবে উপকৃত হবেন তা সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলেধরলেন শান্তির বাজার পূর্তদপ্তরের এক্সিউটিভ তাপস মারাক। তিনি জানান ১ কুটি ৭৫ লক্ষটাকা ব্যায়করে এই ব্রীজ নির্মান করাহয়েছে। এই ব্রীজ নির্মানের ফলে খোব সহজভাবে এবং অল্প সময়েরমধ্যে শান্তির বাজার মহকুমা থেকে করবুক মহকুমায় যাতায়ত করাযাবে। পরবর্তীসময় এই এলাকায় যাতায়তের রাস্তাটি ষ্টেট হাইওয়ের কেটাগরীতে নির্মানকরাহবে। এতেকরে সকলে খোবই উপকৃত হবে। আখাংমা পাড়া এডিসি ভিলেজে আজকের এই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।