
প্রতিনিধি কৈলাসহর:-রাজ্যে পুনরায় ডবল ইঞ্জিনের সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এগোচ্ছে ভারতীয় যুব মোর্চা।ইতি মধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন যুব মোর্চার সর্বভারতীয় নেতা তেজস্বী সূর্য। আর তার আসাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির যুব নেতৃত্বদের মধ্যে এক বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী আগরতলার পর যুব বিধায়ক শুধাংশু দাসে’র ফটিকরায় নির্বাচনী কেন্দ্রে ঝড়ো প্রচারে তেজস্বী সূর্য। রাজ্যের ভোটের আবহে রাজ্যে সাংগঠনিক শক্তিকে শেষ বারের মতো ঝালিয়ে নিতেই আগরতলায় রাজ্যের অতিথিশালায় এক বৈঠকের পর আজ ঊনকোটি জেলার ফটিকরায় সফরে আসেন তেজস্বী সূর্য। আসন্ন রাজ্য ভোটে বিরোধী দলের যুব বাহিনীকে কড়া টক্কর দিতেই উনার এই রাজনৈতিক সফর বলে জানা যায়।আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই উনার ঊনকোটি জেলা সফর। উনার ঊনকোটি জেলা সফরে আজ ফটিকরায়ে উনার সফর সঙ্গী হন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা,শিল্প নিগমের চেয়ারম্যান টিংকু রায়,রাজ্য সরকারের মন্ত্রী ভগবান দাস,বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য,বিধায়ক সুধাংশু দাস,যুব মোর্চা রাজ্য সভাপতি নবাদল বনিক ও সহ-সভাপতি রানা ঘোষ,যুব মোর্চা জেলা সভাপতি অরুপ ধর ছাড়াও আরো অনেকে।মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা উনার ভাষণে প্রধানমন্ত্রীর ত্রিপুরা নিয়ে যে স্বপ্ন তা জনসাধারণের সামনে তুলে ধরেন।এছাড়াও রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তার বক্তব্যে বলেন সিপিআই(এম) এর ২৫ বছরের রাজত্বকালে কোনো উন্নয়ন করতে পারেনি রাজ্যে আর সেই হিসেবে মাত্র ৫ বছরের সময়কালে অনেক উন্নয়ন হয়েছে বলে দাবী করেন।তিনি আরও বলেন বিজেপি সরকার অন্তিম ব্যাক্তির জন্য কাজ করতে দায়বদ্ধ।তাইতো যাদের মাথার উপর ছাদ ছিল না তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর,পাকা শৌচালয়,ই-শ্রম কার্ড,সামাজিক ভাতায় অংশীদারিত্ব,বিভিন্ন যোজনার মাধ্যমে সরকারী সাহায্য থেকে শুরু করে সর্ব স্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বিজেপি সরকার।এই সভা একটা সময় জনজোয়ারে পরিনত হয়ে যায় যুব মোর্চার উচ্ছ্বাসে।