প্রতিনিধি, ধর্মনগর।
রাজ্যে পুর ভোট সম্পন্ন হয়েছে এক বছর অতিক্রান্ত হল মাত্র। এরই মধ্যে একই সাথে বিধানসভায় এবং পুরো পরিষদে একই সরকারের প্রতিনিধি থাকার সুবিধাগুলি সাধারণ ধর্মগুরুবাসীরা পদে পদে বুঝতে পারছে। প্রতিটি সরকারি সুযোগ-সুবিধা পুরো বাসির হাতের কাছে পৌঁছে দিচ্ছে পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্য দে সরকার নিজে। ধর্মনগরের অর্ধিন্দ ভট্টাচার্য স্মৃতিভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে একই সাথে ৪৯৫ টি পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের স্যাংশন লেটার তুলে দেওয়া হয়। জানা গেছে ৮০০ ওপর লাভা্রথীকে এই ধরনের ঘর দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। তাছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটি বাড়িতে একটি করে সবুজ রঙের এবং একটি নীল রঙের বালতি দেওয়া হচ্ছে। সবুজ রঙের বালতিতে পচনশীল বীর্য পদার্থ এবং নীল রঙের বালতিতে অপ্রচনশীল বর্জ্য পদার্থ জমা করার জন্য। এগুলি একদিন পরপর পুরো পরিষদের কর্মীরা সংগ্রহ করে নিয়ে যাবে। সংগৃহীত এই পর্য পদার্থ গুলি দিয়ে আবার জৈব সার প্রস্তুত করা হচ্ছে। মা স্বল্প খরচে নিজের ব্যবহারের জন্য পুরো বাসিরা পেয়ে যাবে। বিভিন্ন জায়গায় জল নিষ্কাশনের জন্য নর্দমা বানানোর কাজ চলছে। যে নর্দমার আশা দিয়ে দিয়ে বামফ্রন্ট সরকার তাদের 25 বছর অতিক্রান্ত করেছে সেই নর্দমার কাজ। এখন চলছে।
উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কে পাশে নিয়ে চুটিয়ে কাজ করে চলেছেন পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার
111