প্রতিনিধি, বিশালগড়, ২৪ ডিসেম্বর।। কংগ্রেসের মদতে রাজ্যে পঁচিশ বছর ক্ষমতায় ছিল সিপিএম। রাজ্যের পরিবর্তনকামী মানুষ সিপিএমের রক্ত চক্ষু উপেক্ষা করে প্রতিটি নির্বাচনে লড়াই করেছে। কংগ্রেসের নেতারা শুধু আইয়া পরতাছি আইয়া পরতাছি বলে কর্মীদের মাঠে নামিয়ে দিতো। কিন্তু নির্বাচনের গননা শুরু হতেই কংগ্রেসের নেতারা মোবাইল ফোন সুইস অফ করে অন্তরালে চলে যেতেন। কারণ এই নেতারা ভালো করেই জানতেন দিল্লির কংগ্রেস নেতৃত্ব রাজ্যটাকে সিপিএমের কাছে উপহার দিয়ে দিতেন। কংগ্রেস নেতারা আরামে আয়াসে থেকে সর্বসুবিধা ভোগ করতেন। আর কর্মীরা ক্যাডারদের নিষ্ঠুরতার শিকার হতেন। পঁচিশ বছরে কতো মায়ের বুক খালি হয়েছে, কতো বোনের সিঁথির সিঁদুর মুছে গিয়েছে তা রাজ্যবাসী ভুলে যায়নি। তাই এই অশুভ আঁতাতের বিরুদ্ধে রাজ্যবাসী সংগঠিত হচ্ছে। তেইশের নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম একটি আসনেও জয়ী হবে না। কারণ মানুষ বিজেপির সঙ্গে রয়েছে। শনিবার বিশালগড়ে তপশিলি জাতি মোর্চার প্রকাশ্য সমাবেশে কথাগুলি বলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন বিশালগড় লকডাউন বাজারে তপশিলি জাতি মোর্চার সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরও বলেন এই সমাবেশে প্রচুর সংখ্যক মাতৃশক্তি উপস্থিত হয়েছেন। অশুভ শক্তির বিনাশ করতে এই নারী শক্তি দুর্গতি নাশিনী রূপে মাঠে নামবে। তিনি বলেন এই রাজ্যের মহিলারা বিজেপির সঙ্গে রয়েছে। কারণ সরকার মহিলাদের সম্মান এবং রোজগার দেওয়ার ব্যাবস্থা করেছে। সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণ দেয়া হয়েছে। সাড়ে তিনলক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছে। তাদের আর্থসামাজিক উন্নয়নে সরকার কাজ করছে। এই সরকার ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠা করেছে। কংগ্রেস সিপিএমের জামানায় বিশালগড়ে অশান্তির আগুন জ্বলে থাকতো। দুই বিধায়ক খুন হয়েছে বিশালগড়ে। পঁচিশ বছর কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছে। আর জোট জামানার পাঁচ বছরে সিপিএমের কর্মীরা আক্রান্ত হয়েছে। আর আজ দুই দল একে অপরের সঙ্গে গলাগলি করে চলছে। তাই কংগ্রেস এবং সিপিএমের সাধারণ সমর্থকদের তিনি আহবান জানান অশুভ আঁতাতের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপিকে শক্তিশালী করার জন্য । কারণ এই দুই দলের নেতারা স্বীকার করেছে বিজেপির বিরুদ্ধে একা লড়াই করার শক্তি তাদের নেই। তাই উন্নয়ন বিরোধী অপশক্তির বিনাশ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহবান জানান তিনি। সমাবেশ এছাড়া বক্তব্য রাখেন তপশিলী জাতি মোর্চার প্রদেশ সভাপতি টুটন দাস, বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব প্রমুখ। সমাবেশে কার্যকর্তা এবং সাধারণ মানুষের উপস্থিতি এবং উচ্ছ্বাস ছিল লক্ষনীয়।
কংগ্রেসের মদতে রাজ্যে পঁচিশ বছর ক্ষমতায় ছিল সিপিএম।বললেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকংগ্রেসের মদতে রাজ্যে পঁচিশ বছর ক্ষমতায় ছিল সিপিএম।
by admin
written by admin
93