প্রতিনিধি, গন্ডাছড়া ২৪ ডিসেম্বর:- বিবেকানন্দ বিচার মঞ্চ গন্ডাছড়া ইউনিটের উদ্যোগে কোক কাম হেলপারদের নিয়ে শনিবার একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বি আর সি হলে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিচার মঞ্চ ধলাই জেলা নেতৃত্ব কুলেন্দ্র রিয়াং, সংগঠনের গন্ডাছড়া ইউনিটের নেতৃত্ব পাণ্ডব চাকমা, কৌশিক রায় প্রমুখরা। এদিনের কর্মশালা শেষে আগামী তিন বছরের জন্য ১৩ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভানেত্রী , সম্পাদিকা এবং কোষাধ্যক্ষ মনোনীত করা হয় যথাক্রমে কহলিকা ত্রিপুরা, পুতুল রানী দাস এবং বিষ্ণুপ্রিয়া রায়। নতুন কমিটি গঠন শেষে সাংবাদিকদের সামনে বিবেকানন্দ বিচার মঞ্চ গন্ডাছড়া ইউনিটের নেতৃত্ব কৌশিক রায় কর্মশালার বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বলেন কুকার মা-বোনদের দীর্ঘদিন ধরে আড়াল করে রাখা হয়েছিল। তাদের আড়াল থেকে বের করে আনার জন্যেই বিবেকানন্দ বিচার মঞ্চ একদিনের কর্মশালার আয়োজন করে। গন্ডাছড়া মহকুমার বিভিন্ন স্কুল থেকে কুক কাম হেল্পাররা কর্মশালায় অংশগ্রহণ করেন। তাদের বিভিন্ন দাবি যেমন সিএল, ইএল,বদলি, স্বল্প বেতন এইগুলো নিয়ে আলোচনা করা হয় এবং তাদের দাবি গুলি নিয়ে আগামীদিন বিবেকানন্দ বিচার মঞ্চের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে কৌশিক রায় জানান।
101
previous post