প্রতিনিধি, উদয়পুর :-
ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলার উদ্যোগে রাজ্য শ্রমিক , শিক্ষক কর্মচারীর স্বার্থে ত্রিপুরায় রাজ্য সরকার দ্বারা গৃহীত ও সম্পূর্ণকিত কাজের আলোচনা বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল পাঁচটায় উদয়পুর ব্রম্মাবাড়ী বিএমএসএর গোমতী জেলা কার্যালয়ে । এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন , গোমতী জেলার ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি গৌতম দাস, শ্রমিক নেতা স্বপন মন্ডল , ও বিএমএস নেতা দ্বিগবিজয় ভাওয়াল সহ আরো অনেকে । এদিনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি গৌতম দাস বলেন , রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলার সাতটি বিধানসভা কেন্দ্র জুড়ে বিভিন্ন জায়গায় পথসভা অনুষ্ঠিত করবে । এই ছাড়া আগামী দিনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান এবং শ্রমিকদের সাথে যে সকল সিদ্ধান্ত নিয়েছে সেইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং পথসভার মধ্য দিয়ে জনসাধারণের কাছে সে বার্তা পাঠানো হবে বলে সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেন গোমতী জেলা ভারতীয় মজদুর সংঘের সভাপতি গৌতম দাস।