প্রতিনিধি কৈলাসহর:-আজ সকাল ১১ টা নাগাদ শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ স্বাস্থ্য শিবির।যেখানে আইএলএস এবং স্থানীয় সামাজিক সংস্থা আবহমানের যৌথ উদ্যোগে বিনামূল্যে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে।এই স্বাস্থ্য শিবিরে শ্রীরামপুর সহ বিস্তীর্ণ অঞ্চলের নাগরিকরা পরিষেবা গ্ৰহন করেন।এই শিবিরে প্রায় দেড়শো জনের মত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেছে বলে জানা গেছে।এই শিবিরের মাধ্যমে সার্জিক্যাল,মেডিসিন, অর্থপেডিক এবং চোখের বিষয় নিয়ে এই বিশেষ শিবিরটি অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যাদের আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে তারা সম্পূর্ণ বিনামূল্যে চোখের অপারেশন করতে পারবেন আইএলএস এর মাধ্যমে।আবহমান সামাজিক সংস্থা এবং আইএলএস হাসপাতালের এ ধরনের মহতি উদ্যোগে উপকৃত হয়েছেন গরীব অংশের মানুষ।
104