প্রতিনিধি, বিশালগড়, ২১ জুন।। নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয় স্বয়ংসিদ্ধা পাগলী মাসির তৃতীয় তিরোধান দিবস। শুক্রবার দিনভর চলে নানা অনুষ্ঠান। এ উপলক্ষে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। তিরোধান দিবস উপলক্ষে মেলাঘর স্থিত পাগলী মাসির মন্দির প্রাঙ্গণে কয়েক হাজার ভক্ত সমাগম ঘটে। অন্ন ভোগ নিবেদনের পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। স্বয়ংসিদ্ধা পাগলী মাসির তিরোধান উৎসবে অংশ নেন নবনির্বাচিত সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি পাগলী মাসির মন্দিরে পুজো দেন। পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন, সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। সাংসদ বিপ্লব কুমার দেব ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন।
দেশ
গো মাংসপিণ্ড এবং হাড় উদ্ধাররের ঘটনায় বুধবার তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে খোয়াই পৌরপরিষদের ১ নং ওয়ার্ড
গো মাংসপিণ্ড এবং হাড় উদ্ধাররের ঘটনায় বুধবার তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে খোয়াই পৌরপরিষদের ১ নং ওয়ার্ড উত্তর দুর্গানগর এলাকায়। এলাকাবাসীর অভিযোগ মূলে জানা যায় এলাকায় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোকের বসবাস। দীর্ঘ বৎসর ধরে সবাই মিলেমিশে এখানে বসবাস করছেন। গত সমবার ছিল ঈদ। কে বা কারা জাতিগত সুড়সুড়ি তোলার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটি করেছে। এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন হুশিয়ার করে বলেন এই ধরনের কাজকে কখনোই মান্যতা দেওয়া যাবে না। যারাই এই ধরনের কাজ করেছেন তারা খুব অন্যায় কাজ করেছেন। যার যে ধর্ম সেটা পালন করুন। এলাকায় এ ধরনের কাজের যেন আর পোনরাবৃত্তি না ঘটে। অন্যথায় হিন্দু সম্প্রদায়ের লোকরাও বিকল্প পথ বেছে নিবে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় খোয়াই থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিবেশ যাতে উত্তপ্ত না হয় সেই দিকে নজর রেখে চলেছে পুলিশ। এদিকে এলাকার এক মুসলিম ব্যক্তি গো মাংসপিণ্ড টিকে মাটি খুঁড়ে সেটিকে চাপা দিয়ে দেয়। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত। পুলিশের টহল অব্যাহত রয়েছে।
প্রতিনিধি, উদয়পুর :- বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ব্যাপক ভারী বৃষ্টি শুরু হয় উদয়পুর মহকুমা জুড়ে। এর ফলে উদয়পুরের হাটবাজারে বুধবারে সমস্যায় পড়তে হয় নাগরিকদের । অবিরাম বৃষ্টির ফলে উদয়পুর জগন্নাথ বাড়ি পুরনো পাথরের মন্দির পশ্চিম দিকে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে । বিপদজ্জনক অবস্থায় মন্দিরটি দীর্ঘ বহু বছর ধরে এভাবে পড়ে রয়েছে । মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল দপ্তর কোন ধরনের কাজ না করার ফলে দিনের পর দিন মন্দিরটি জঙ্গলে পরিণত ও বিষাক্ত সাপের ঠিকানা হয়ে দাঁড়িয়েছে । বুধবার দুপুরে মন্দিরটি ভেঙ্গে অর্ধেক পড়ে গেলেও কোন ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি। সাধারণ মানুষ এবার জোরালো দাবি করছে অবিলম্বে যেন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট মন্দির সংস্কারে উদ্যোগ যেন গ্রহণ করে। না হলে আগামী দিনে আরো বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে এই বিপদজ্জনক মন্দিরটির কারণে ।
প্রতিনিধি, বিশালগড় পানীয় জলের কোম্পানিকে বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিকরা ক্লিনচিট দিলো। খারিজ করে দেন সকল অভিযোগ। জানা গেছে, গত কিছুদিন আগে বিলোনিয়ার এক ব্যক্তি পানীয় জলের বোতলে পোকা ছিল বলে অভিযোগ তুলেন । তা সংবাদমাধ্যম প্রচার হয়। ফ্যাক্টরিটি বিশালগড় মহকুমায় অবস্থিত। তাই অভিযোগ যায় বিশালগড় মহকুমা শাসক অফিসে। বুধবার দুপুরে বিশালগড় মহকুমা শাসক অফিসের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস সহ খাদ্য দপ্তর এবং লিগ্যাল মেট্রলজি দপ্তরের আধিকারিকরা বিশালগড় থানার পুলিশের সহযোগিতা নিয়ে পূর্ব গকুলনগরে জলের ফ্যাক্টরিতে তদন্ত করতে যায়। প্রশাসনিক আধিকারিকরা তদন্তে গিয়ে ফ্যাক্টরির যাবতীয় বিষয় খতিয়ে দেখেন। জলের বোতলে পোকা ঢোকার মত কোন উপায় খুঁজে পাননি। সকল নিয়মনীতি মেনেই চলছে ফ্যাক্টরি। প্রশাসনিক আধিকারিকরা এই জলের ফ্যাক্টরির বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলি খারিজ করে দেয়।
প্রতিনিধি , উদয়পুর :- আবারোও রাধাকিশোরপুর থানার পুলিশের নেশা বিরোধী অভিযানে সাফল্য। প্রচুর পরিমাণে ব্রাউন সুগার ও একটি নম্বর বিহীন বাইক সহ দুই জন অভিযুক্তকে গ্রেফতার করলো। সংবাদে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মেলাঘর থেকে উদয়পুর আসার পথে একটি নম্বর বিহীন বাইক করে ড্রাগস নিয়ে আসছিল। তৎক্ষণাৎ রাধাকিশোরপুর থানা পুলিশ খবর পেয়ে তাদেরকে বাইক চলন্ত অবস্থায় উদয়পুর খিলপাড়া বৈষ্ণববিচর রেলব্রিজ সংলগ্ন এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময় রাধাকিশোর পুর থানার ইন্সপেক্টর বাবুল দাস নেতৃত্বে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ড্রাগস, ১৫৮০ টাকা সহ একটি নম্বর বিহীন বাইক উদ্ধার করে সঙ্গে হিরোইন বিক্রেতা দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে নেয় রাধাকিশোরপুর থানার পুলিশ কর্মীরা।জানা যায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম প্রসেনজিৎ দাস, শাকিল খান।এদিকে পুলিশ এ অভিযানে ড্রাগস, ১৫৮০ টাকা একটি নম্বরবিহীন বাইক বাজেয়াপ্ত করে নিয়ে যায় রাধাকিশোর পুর থানায়। অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কে পুর থানার ASI সৌরভ সাহা জানান উদয়পুর শহরে ব্রাউন সুগার, হিরোইন বিক্রেতার সংখ্যা বেড়ে গিয়েছে। যার ফলে যুবসমাজ নষ্ট হচ্ছে। আগামী দিনে উদয়পুর শহরে যে সকল এই ধরনের অসাধু ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে খোঁজে খোঁজে গ্রেপ্তার করা হবে। এবং শহরকে ড্রাগস মুক্ত করার জন্য যা যা প্রয়োজন লাগবে তা করতে রাজি রাধাকিশোরপুর থানার পুলিশ প্রশাসন। ASI আরো জানিয়েছেন এই ধরনের অভিযানের জন্য একটি স্পেশাল টিম ইতিমধ্যে তৈরি করে নিয়েছে রাধাকিশোর পুর থানা। বর্তমানে আর রাধাকিশোর পুর থানায় গ্রেপ্তার হওয়ার ২ অভিযুক্তকে কোন রহস্যজনক আছে কিনা তা তদন্ত চালাচ্ছে। এই দুইজন অভিযুক্তকে এম ডি পি এস act মামলা করা হয়েছে। এ দুজন অভিযুক্তকে মঙ্গলবার দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে।
প্রতিনিধি, বিশালগড় , ১৭ জুন।। বিশালগড় মহকুমা আইন সেবা কতৃপক্ষের উদ্যোগে চাম্পামুড়া গ্রামে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যা রাতে বিশালগড় মহকুমার চাম্পামুড়া বাজারে আয়োজিত শিবিরে গ্রামের নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আইনজীবী সুমিতা রায় । রোড ট্রাফিক বিধি এবং যান দুর্ঘটনা বিষয় নিয়ে আলোচনা করেন আইনজীবী সুমিতা রায় ।
তিনি বলেন ট্রাফিক বিধি মেনে রাস্তায় চলাচল করতে হবে। ট্রাফিক বিধি না মানার প্রবণতা বেড়েছে। এ কারণে দুর্ঘটনা বাড়ছে। যানবাহনের প্রয়োজনীয় ডকুমেন্টস এবং বিমা থাকতে হবে। নিজের জীবন সুরক্ষিত রাখতে ট্রাফিক বিধি মেনে চলার আহবান জানান তিনি।
প্রতিনিধি , উদয়পুর :- সন্ধ্যা রাতে উদয়পুর টেপানিয়া পার্ক সংলগ্ন জাতীয় সড়কে চিতা বাঘের আতঙ্ক । ঘটনা শনিবার রাত সাড়ে আটটা নাগাদ । জাতীয় সড়কের চিতা বাঘ আকৃতির এক পশুকে দেখে আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে। পথ চলতি সাধারণ মানুষ খবর দেয় টেপানিয়া পার্কে থাকা বনদপ্তরের আধিকারিকদের । পরে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে । বনকর্মীরা পরে দেখতে পায় জাতীয় সড়কের পাশে জঙ্গলের ঝোপঝাড়ে বন বিড়াল বসে রয়েছে। যা দেখতে অবিকল বাঘের মত । কিন্তু তারপরেও সাধারণ মানুষ দাবি করে সেটা সম্পূর্ণ আকার এবং আকৃতি চিতা বাঘের মতো । সূত্রের দাবি পরবর্তী সময় সিপাহীজলা বনদপ্তরের সাথে কথা বলে টেপানিয়া বনদপ্তরের আধিকারিকরা । এই পশুটিকে সেখানে স্থানান্তরিত করার জন্য । কিন্তু এদিন বনদপ্তরের আধিকারিকরা যতবার বলার চেষ্টা করেছে সেটা বন বিড়াল কিন্তু সম্পূর্ণভাবে সেটা চিতা বাঘের রূপ । যদি চিতা বাঘ সেটা হয়ে থাকে তাহলে কিভাবে জাতীয় সড়কে বনের ভেতর থেকে রাস্তায় চলে আসলো ছোট্ট চিতা বাঘের ছানাটি। এই নিয়েই প্রশ্ন উঠছে পথ চলতি দূরপাল্লার যাত্রীদের মধ্যে । পরে রাধা কিশোরপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে যায় টেপানিয়া জাতীয় সড়কে। তার প্রাথমিক তদন্তের একটি রিপোর্ট রাধা কিশোরপুর থানার ওসির কাছে জমা দেয় বলে জানা গিয়েছে ।
- সংবাদ প্রতিনিধি , আগরতলা : রক্তদানের মধ্য দিয়ে অপরকে বাঁচানো যায় রক্তদান মহৎ দান রক্তদানের কর্মসূচিতে সকল অংশের জনগনকে এগিয়ে আসার আহবান রাখেন। রবিবার আগরতলার আপনজন ক্লাবে স্বেচ্ছায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর অভিজিৎ মল্লিক,সহ অন্যানরা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিকসাহা বলেন নির্বাচনের সময়ে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের স্বল্পতা দেখা গিয়েছিল। রক্তের স্বল্পতার কমাতে সরকারি ও বেসরকারিভাবে রক্তদান কর্মসূচি পালন করে চলছে পাশাপাশি তিনি আরো বলেন প্রত্যেক মাসে ৪২ ইউনিট রক্তের প্রয়োজন আর সেটা সম্ভব স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়েই।
প্রতিনিধি কৈলাসহর:-ভারতের সীমান্তবর্তী ও পার্শ্ববর্তী ১০০টি জেলায় শিশু পাচার প্রতিরোধ ও মোকাবেলা অভিযান শীর্ষক ভাবনার উপর জাতীয় স্তরে কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ঊনকোটি জেলা ভিত্তিক কৈলাসহর সার্কিট হাউসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন এবং জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে এই কর্মসূচি গৃহীত হয়।চারা গেছে জল ঢেলে এই কর্মসূচির শুভ সূচনা করেন ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইট এর চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, সহকারী সভাধিপতি শ্যামল দাস,টিসিপিসি এর মেম্বার বিনা রানী দেববর্মা,জেলা শাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা,অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা,ডি আই এস ই বিদ্যাসাগর দেববর্মা এবং রিসোর্স পারসন হিসেবে ছিলেন দিল্লি থেকে আগত কনসালটেন্ট অফ জুভেনাইল জাস্টিস ডিভিশন অন বিহাফ অফ ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইট সোনাক্ষি রাধিকা এবং ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিনা সিনহা।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে টিনেজ প্রেগনেন্সি এবং চাইল্ড মেরিজের উপর আলোচনা হয় এবং প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।এই আলোচনায় উঠে আসে যে,আমাদের ঊনকোটি জেলায় ৬০৭ জন টিনেজ প্রেগনেন্সি রয়েছে।তার মধ্যে ৪৮৩ জনকে ডেলিভারি করানো হয়েছে।গত এপ্রিল ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৪ অব্দি এই সংখ্যা রয়েছে। এছাড়াও ঊনকোটি জেলায় ৮২টি বাল্যবিবাহ হয়েছে যার মধ্যে ৩২টি জায়গায় প্রশাসন পদক্ষেপ নিয়ে বাল্যবিবাহ বাতিল করেছে।উক্ত আলোচনা সভায় চাইল্ড লাইন,চাইল্ড প্রটেকশন ইউনিট থেকে শুরু করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি, বিশালগড় , ১২ জুন।। বিশালগড় মহকুমা আইন সেবা কতৃপক্ষের উদ্যোগে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বুধবার বিশালগড় মহকুমার গোকুলনগর গ্রামের আম্বেদকর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই আইনি সচেতনতা শিবিরে। শিবিরে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আইনজীবী সুমিতা রায় । শিক্ষার অধিকার আইন বিষয়ে আলোচনা করেন তিনি।