129
প্রতিনিধি, বিশালগড় , ১৭ জুন।। বিশালগড় মহকুমা আইন সেবা কতৃপক্ষের উদ্যোগে চাম্পামুড়া গ্রামে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যা রাতে বিশালগড় মহকুমার চাম্পামুড়া বাজারে আয়োজিত শিবিরে গ্রামের নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আইনজীবী সুমিতা রায় । রোড ট্রাফিক বিধি এবং যান দুর্ঘটনা বিষয় নিয়ে আলোচনা করেন আইনজীবী সুমিতা রায় ।
তিনি বলেন ট্রাফিক বিধি মেনে রাস্তায় চলাচল করতে হবে। ট্রাফিক বিধি না মানার প্রবণতা বেড়েছে। এ কারণে দুর্ঘটনা বাড়ছে। যানবাহনের প্রয়োজনীয় ডকুমেন্টস এবং বিমা থাকতে হবে। নিজের জীবন সুরক্ষিত রাখতে ট্রাফিক বিধি মেনে চলার আহবান জানান তিনি।