Home ভারত শিশু সুরক্ষা সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত ঊনকোটি জেলায়

শিশু সুরক্ষা সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত ঊনকোটি জেলায়

by admin
0 comment 43 views

প্রতিনিধি কৈলাসহর:-ভারতের সীমান্তবর্তী ও পার্শ্ববর্তী ১০০টি জেলায় শিশু পাচার প্রতিরোধ ও মোকাবেলা অভিযান শীর্ষক ভাবনার উপর জাতীয় স্তরে কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ঊনকোটি জেলা ভিত্তিক কৈলাসহর সার্কিট হাউসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন এবং জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে এই কর্মসূচি গৃহীত হয়।চারা গেছে জল ঢেলে এই কর্মসূচির শুভ সূচনা করেন ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইট এর চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, সহকারী সভাধিপতি শ্যামল দাস,টিসিপিসি এর মেম্বার বিনা রানী দেববর্মা,জেলা শাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা,অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা,ডি আই এস ই বিদ্যাসাগর দেববর্মা এবং রিসোর্স পারসন হিসেবে ছিলেন দিল্লি থেকে আগত কনসালটেন্ট অফ জুভেনাইল জাস্টিস ডিভিশন অন বিহাফ অফ ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইট সোনাক্ষি রাধিকা এবং ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিনা সিনহা।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে টিনেজ প্রেগনেন্সি এবং চাইল্ড মেরিজের উপর আলোচনা হয় এবং প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।এই আলোচনায় উঠে আসে যে,আমাদের ঊনকোটি জেলায় ৬০৭ জন টিনেজ প্রেগনেন্সি রয়েছে।তার মধ্যে ৪৮৩ জনকে ডেলিভারি করানো হয়েছে।গত এপ্রিল ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৪ অব্দি এই সংখ্যা রয়েছে। এছাড়াও ঊনকোটি জেলায় ৮২টি বাল্যবিবাহ হয়েছে যার মধ্যে ৩২টি জায়গায় প্রশাসন পদক্ষেপ নিয়ে বাল্যবিবাহ বাতিল করেছে।উক্ত আলোচনা সভায় চাইল্ড লাইন,চাইল্ড প্রটেকশন ইউনিট থেকে শুরু করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Comment