প্রতিনিধি, উদয়পুর :- বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ব্যাপক ভারী বৃষ্টি শুরু হয় উদয়পুর মহকুমা জুড়ে। এর ফলে উদয়পুরের হাটবাজারে বুধবারে সমস্যায় পড়তে হয় নাগরিকদের । অবিরাম বৃষ্টির ফলে উদয়পুর জগন্নাথ বাড়ি পুরনো পাথরের মন্দির পশ্চিম দিকে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে । বিপদজ্জনক অবস্থায় মন্দিরটি দীর্ঘ বহু বছর ধরে এভাবে পড়ে রয়েছে । মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল দপ্তর কোন ধরনের কাজ না করার ফলে দিনের পর দিন মন্দিরটি জঙ্গলে পরিণত ও বিষাক্ত সাপের ঠিকানা হয়ে দাঁড়িয়েছে । বুধবার দুপুরে মন্দিরটি ভেঙ্গে অর্ধেক পড়ে গেলেও কোন ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি। সাধারণ মানুষ এবার জোরালো দাবি করছে অবিলম্বে যেন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট মন্দির সংস্কারে উদ্যোগ যেন গ্রহণ করে। না হলে আগামী দিনে আরো বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে এই বিপদজ্জনক মন্দিরটির কারণে ।
142