Home অপরাধ আমবাসা উপনগর নাকা পয়েন্টে আট লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার

আমবাসা উপনগর নাকা পয়েন্টে আট লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার

by admin
0 comment 68 views

প্রতিনিধি, গন্ডাছড়া  :- পার্বত্য রাজ্য ত্রিপুরা থেকে বিপুল পরিমাণে গাঁজা বহিরাজ্যে পাচার হচ্ছে। রেল পথের সাথে পাল্লা দিয়ে সড়ক পথে শুকনো গাঁজা পাচার করা হচ্ছে। ইদানিং কালে পুরুষদের সঙ্গে মহিলারাও পাচার বাণিজ্যে হাত পাঁকা করছে। একদিকে যেমন নেশামুক্ত ত্রিপুরা গড়ার শ্লোগান কে চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা তাদের পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে – অন্যদিকে রাজ্য পুলিশও হাত গুটিয়ে বসে নেই। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন থানায় প্রতিদিন – গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী আটক তারই প্রমাণ। আমবাসা থানা এলাকায় জাতিয় সড়কে দুটি নাকা পয়েন্ট রয়েছে। একটি বেত বাগান এলাকায়, অন্যটি উপনগর এলাকায়। আগরতলা থেকে আমবাসা হয়ে বহিরাজ্যে আসা যাওয়ার সময় উপনগর এবং বেত বাগান এলাকায় ছোট বড় সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হয়। মঙ্গলবার দুই নাকা পয়েন্ট এ কর্মরত থাকা পুলিশ এবং এসপিও দের যৌথ অভিযানে ফের আট লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সহ চালককে আটক করে। শুধু তাই না বর্তমানে নেশা কারবারিরা আগরতলা গন্ডাছড়া ভায়া আমবাসা সড়ক নেশা সামগ্রী পাচারের উদ্দেশ্যে বেঁছে নিয়েছে। গত শনিবার গন্ডাছড়া আমবাসা সড়কের হরিণছড়া এলাকায় ১৬ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার আমবাসা উপনগর নাকা পয়েন্টে আট লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, এদিন গণ্ডাছড়া হয়ে বহিরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে আমবাসায় জাতীয় সড়ক উপনগর নাঁকা পয়েন্টে ধরা পরে গাঁজা বোঝাই একটি বিলাসবহুল গাড়ি। ডবলু বি, ০২ এ এইচ, ৩১৭২ নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে নাকা পয়েন্ট এর পুলিশ কর্মীরা শুকনো গাঁজা উদ্ধার করে, সঙ্গে গাড়ির চালক বিজন দাস(২৩)কে আটক করা হয়। তার বাড়ি উদয়পুর। জানা যায় উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আট লক্ষাধিক টাকা। ধৃত চালক বিজন দাসকে বুধবার আমবাসা থানার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়।

Related Post

Leave a Comment