Home ভারত গোকুলনগরে আইন শিবির অনুষ্ঠিত

গোকুলনগরে আইন শিবির অনুষ্ঠিত

by admin
0 comment 75 views

প্রতিনিধি, বিশালগড় , ১২ জুন।। বিশালগড় মহকুমা আইন সেবা কতৃপক্ষের উদ্যোগে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বুধবার বিশালগড় মহকুমার গোকুলনগর গ্রামের আম্বেদকর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই আইনি সচেতনতা শিবিরে। শিবিরে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আইনজীবী সুমিতা রায় । শিক্ষার অধিকার আইন বিষয়ে আলোচনা করেন তিনি।

Related Post

Leave a Comment