প্রতিনিধি,গন্ডাছড়া ১২ জুন:- বুধবার গন্ডাছড়া মহকুমার তৈচাকমা ভিলেজের লস্কর পাড়ায় বাঁধ ভেঙ্গে এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে। মৃতের নাম ঈশান চাকমা (৮) বাবা নিরময় চাকমা, বাড়ি তৈ- চাকমা ভিলেজের লস্কর পাড়া। ঘটনার বিবরণে জানা যায় এদিন সকাল থেকে মৃতের বাবা নিরময় চাকমা বাড়ির পাশে জেসিবি দিয়ে নিজস্ব উদ্যোগে একটি পুকুরের বাঁধ দেওয়ার কাজ করছিলেন। সকাল আনুমানিক ৯ টা নাগাদ ঈশান তার বাবাকে ভাত খাওয়ার জন্য বাঁধের পাড়ে ডাকতে গেলে কোন একটা সময় সবার চোখ ফাঁকি দিয়ে সে প্রায় ৩০ ফুট বাঁধের উপর থেকে মাটি ধ্বসে নিচে পড়ে যায়। পরবর্তী সময় জেসিবির ড্রাইভার মাটি সরাতে গেলে জেসিবির বাঘেডের মধ্যে মাটির সাথে শিশুর দেহ ভেসে ওঠে। তখন ড্রাইভারের সাথে থাকা তার বাবা ঘটনাটি প্রত্যক্ষ করে দ্রুত গাড়ি থেকে নেমে এসে দেখে বাঘেডের মধ্যে উনার বড় ছেলে ঈশানের মৃতদেহ। বাঁধের পাড়ে বাবার চিৎকার শুনে আশপাশ এলাকার লোকজনরা ছুটে আসে। কতক্ষণে শিশুটির আর প্রান বেঁচে নেই। উল্লেখ্য ঈশান চাকমা তৈ-চাকমা গিরিশচন্দ্র কারবারি পাড়া হাই স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা নিরময় চাকমা একজন জমিয়া। তার দুই ছেলে। এর মধ্যে বড় ছেলের মর্মান্তিক মৃত্যুতে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
90
previous post
ছেলের বন্ধুর মারে আহত মাতা – পিতা
next post