137
প্রতিনিধি, বিশালগড়, ২১ জুন।। নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয় স্বয়ংসিদ্ধা পাগলী মাসির তৃতীয় তিরোধান দিবস। শুক্রবার দিনভর চলে নানা অনুষ্ঠান। এ উপলক্ষে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। তিরোধান দিবস উপলক্ষে মেলাঘর স্থিত পাগলী মাসির মন্দির প্রাঙ্গণে কয়েক হাজার ভক্ত সমাগম ঘটে। অন্ন ভোগ নিবেদনের পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। স্বয়ংসিদ্ধা পাগলী মাসির তিরোধান উৎসবে অংশ নেন নবনির্বাচিত সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি পাগলী মাসির মন্দিরে পুজো দেন। পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন, সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। সাংসদ বিপ্লব কুমার দেব ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন।