প্রতিনিধি কৈলাসহর:-বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই জোরকদমে শুরু হয়েছে পুলিশি তৎপরতা।অসামাজিক কার্যকলাপ রুখতে ব্যাপক তৎপরতা চালিয়ে পুলিশ আজ হাওরের বাজার এলাকায় জুয়ার আসরে হানা দিয়ে ৫ জনকে আটক করেছে।পাশাপাশি বাজেয়াপ্ত করে নগদ অর্থ সহ জুয়ার ব্যবহৃত সামগ্রীও। গোপন সূত্রে খবর আসে যে হাওরের বাজার এলাকায় জুয়ার আসর চলছে।তখনই কৈলাশহর থানার ওসি বিজয় কৃষ্ণ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে গিয়ে হানা দেয়। আর আতেই সফলতা আসে। ৫জনকে আটক করে পাশাপাশি বাজেয়াপ্ত করে নগদ অর্থ সহ জুয়ার ব্যবহৃত সামগ্রী।যে পাঁচজনকে পুলিশ আটক করেছে জুয়ার আসর থেকে সেই পাঁচ জন হল যথাক্রমে,বিশ্বজিৎ রুদ্রপাল, অরবিন্দ রুদ্রপাল,গৌতম মালাকার,বিধান রুদ্রপাল, বাপন রুদ্রপাল।বর্তমানে ওরা কৈলাশহর থানার হেফাজতে রয়েছে বলে জানা যায়। পাশাপাশি ওদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই বিষয় নিয়ে কৈলাসশহর থানার ওসি বিজয় কৃষ্ণ দাস সংবাদ প্রতিনিধিদের সম্মুখীন হয়ে জানান যে সামনেই বিধানসভা নির্বাচন এই নির্বাচন কে সামনে রেখে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে।কিছু দিন আগে কৈলাশহরে ফ্ল্যাগ মার্চ করেছে পুলিশ।আগামীদিনে এই ধরনের তৎপরতা জারি থাকবে।পাশাপাশি যারা অসামাজিক কাজের সাথে লিপ্ত তাদেরকে কোনভাবেই ছাড়া হবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে জানান।
110
previous post