প্রতিনিধি কৈলাসহর:-ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং কর্মধারায় বিশ্বাস রেখেই এই দলের সাথে থেকে কাজ করতে চায় যুবকর্মীরা।ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থাকা অবস্থায় কংগ্রেস দলের পক্ষ থেকে মিথ্যে প্রলোভন দিয়ে বিজেপি দল থেকে কংগ্রেস দলে যোগদান করানো হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই কাজল দেবনাথ বুঝতে পারে সেখানে মিথ্যে প্রলোভন ছাড়া আর কিছুই নেই।তাই ফের বাধ্য হয়ে বিজেপি দলের প্রতি ভরসা রেখে পদ্ম পতাকা হাতে নিয়ে দলে যোগদান করেন সুকান্তনগর এলাকার যুবকর্মী কাজল দেবনাথ।তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে স্বাগত জানান পাবিয়া ছড়া কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ,তপশিলি জাতি কল্যাণ দপ্তর ও শ্রমদপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস,জেলা সভাপতি পবিত্র দেবনাথ এবং বিজেপি দলের বরিষ্ঠ কর্মী অনিমেষ সিনহা।কুমারঘাটের দলীয় কার্যালয়ে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।
127
previous post