প্রতিনিধি , উদয়পুর :-গত কয়েক মাস ধরে উদয়পুরে নেশা বিরোধী অভিযান প্রায় বন্ধ ছিল নির্বাচনকে কেন্দ্র করে । এবার গোয়েন্দা ও পুলিশকে পেছনে ফেলে উদয়পুরের জনতা নেশা বিরোধী অভিযানে নামে এবং সাফল্য অর্জন করে । বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ উদয়পুর রমেশ চৌহমুনী স্থিত মধ্যপাড়া এলাকার বাসিন্দা তাহের মিয়া চৌধুরীর বাড়িতে ড্রাগসের কৌটো ও সিরিঞ্জ নিতে এসে এলাকার যুবকদের কাছে ধরা পড়ে তিনজন নেশাখোর যুবক । পরে খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাহের মিঞা চৌধুরীর ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ড্রাগসের কৌটো ও সিরিঞ্জের বিভিন্ন সামগ্রী । এই ঘটনা নিয়ে এক নেশাখোর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান সে প্রতিদিন এই বাড়িতে নেশা করার জন্য ভিড় জমান । গত কয়েক মাস ধরে প্রতিদিন এই বাড়িতে ১৫০ টাকার বিনিময়ে তাকে দেওয়া হচ্ছে নেশা সামগ্রী । সে সাথে রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস জানান বিখ্যাত নেশা কারবারি হচ্ছে তাহের মিয়া চৌধুরী । দীর্ঘদিন জেলা কারাগারে বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়ে পুনরায় নেশা সামগ্রী বিক্রি করতে শুরু করেছে । বর্তমানে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই নেশা সামগ্রী গুলি। গোটা বাড়িতে তল্লাশি চালানো হয়েছে ইতিমধ্যেই। খুব শীঘ্রই এই নেশা কারবারিকে গ্রেপ্তার করা হবে । পরে নেশা বিক্রির এই বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে পুলিশ ।
112
previous post