প্রতিনিধি মোহনপুর:- একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের এডমিশন ফি, ডোনেশন সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে কাঠিয়া বাবা মিশন স্কুল। বৃহস্পতিবার কাতলামারা স্থিত বিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি অনাথ ছেলেমেয়েদের সম্পূর্ণ বিনে পয়সায় হোস্টেলে রেখে পড়াশোনা করানোর ঘোষণা দেওয়া হয়েছে কর্তৃপক্ষ ক্ষেত্রফে
সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত কাতলামারায় কাঠিয়া বাবা মিশন স্কুলে এই বছর থেকে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। কাঠিয়া বাবা চ্যেরিটেবল সোসাইটি পরিচালিত কাঠিয়া বাবা মিশন স্কুলে আর্টস এবং সাইন্স বিভাগে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ রয়েছে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সোসাইটির সেক্রেটারি মান্না রায়। এই সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয় শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে কোন ধরনের ডোনেশন ফি নেওয়া হবে না। পাশাপাশি বাংলা মাধ্যম বিদ্যালয় থেকে যদি কোন শিক্ষার্থী ভর্তি হয় তাহলে ইংরেজির বিষয়ে তাকে বিশেষ কোচিং এর মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে । সাংবাদিক সম্মেলনে মান্না রায় আরো জানিয়েছেন যদি কোন অনাথ শিক্ষার্থী থাকে তাঁদেরকে বিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনে পয়সায় এবং হোস্টেলে রেখে পড়াশোনা করানোর দায়িত্বভার গ্রহণ করবে। পাশাপাশি এদিন রত্না দেববর্মা ঘোষণা করেন আগামী বছর থেকে এই বিদ্যালয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীকে স্কলারশিপ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবেন তিনি।
সিমনার কাঠিয়া বাবা মিশন স্কুলে একাদশ শ্রেণি শুরু
132