Home » মাছমারা বাজারে যোগদান সভা

মাছমারা বাজারে যোগদান সভা

by admin

প্রতিনিধি কৈলাসহর:-পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাছমারা বাজারে এক রাজনৈতিক সভার মধ্য দিয়ে যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় বামগ্ৰেস ছেড়ে ৬৪ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান দাস।বিগত বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেসের অবৈধ জোটকে না মানতে পেরে অনেক কর্মীরাই এখন দল থেকে বেড়িয়ে যাচ্ছেন।চলতি সপ্তাহে আরও যোগদান সভা রয়েছে বলে জানা গেছে।

You may also like

Leave a Comment